জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে বাংলাদেশের লক্ষ্য ১৩০
২ অক্টোবর ২০২৫

প্রথম ওভারেই জোড়া আঘাতে শুরুটা করে দিয়েছিলেন মারুফা আক্তার। এরপর একে একে চেপে ধরতে শুরু করলেন স্পিনাররা। আর এতেই পাকিস্তানকে দেড়শর আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। জয় দিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু করতে ১৩০ রানের লক্ষ্য পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ।
লেগ স্পিনে স্বর্ণা আক্তারের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন পেসার মারুফা ও স্পিনার নাহিদা আক্তার।
ইনিংসের পঞ্চম বলে দারুণ এক ইনসুইংয়ে ওমাইমা সোহাইলকে (০) বোল্ড করেন মারুফা। পরের বলে আরেকটি দুর্দান্ত ইনসুইংয়ে ছন্দে থাকা সিদরা আমিনেরও লেগ স্টাম্প ভাঙেন ডানহাতি এই পেসার।
এরপর অবশ্য প্রথম ১০ ওভারের ভেতর আর কোনো উইকেট না হারিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন নাহিদা। দ্বাদশ ওভারে ওপেনার মুনিবা আলীকে (১৭) তুলে নিয়ে ৪২ রানের জুটি ভাঙেন তিনি। নিজের পরের ওভারে রামিন শামীমকে (২৩) ফিরতি ক্যাচে ফেরান এই বাঁহাতি স্পিনার।
এরপর দুটি ২০ রান ছোঁয়া জুটি হলেও স্বর্ণা-রাবেয়াদের কল্যাণে স্কোর বড় হতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ৩৮ ওভার ৩ বলে গুটিয়ে দেয় মেয়েরা।
মন্তব্য করুন: