হৃদয়কে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করছে বাংলাদেশ
২ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়কে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম।
বৃহস্পতিবার শারজায় প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে আগে বল করবে জাকের আলী অনিকের দল।
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ ছাড়াও একাদশে আছেন নাসুম আহমেদ। শেখ মাহেদি হাসানের জায়গায় একাদশে এসেছেন এই বাঁহাতি স্পিনার।
সুপার ফোরের সেই ম্যাচে ১৩৬ রানের লক্ষ্য তাড়ায় হতশ্রী ব্যাটিংয়ে ১১ রানে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ম্যাচে ৫ রান করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন হৃদয়। অন্যদিকে বল হাতে ২ উইকেট নেওয়া মাহেদি ব্যাট হাতে ফেরেন ১১ রান করে।
প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন: