শতরানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং ধস, এরপর জিতল বাংলাদেশ

৩ অক্টোবর ২০২৫

শতরানের উদ্বোধনী জুটির পর ব্যাটিং ধস, এরপর জিতল বাংলাদেশ

তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথেই ছিল দল। কিন্তু এরপর আফগানিস্তান স্পিন দিশেহারা হয়ে ৯ রানের ভেতর ৬ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করার শঙ্কায় পড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৪ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানিস্তান। জবাবে ৮ বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

১০৯ রানের উদ্বোধনী জুটির পর ১১৮ রান পর্যন্ত যেতে ৬ উইকেট হারায় জাকের আলীর দল।

এশিয়া কাপে ব্যর্থতার পর এদিন ব্যাট হাতে নিজেদের মেলে ধরেন তানজিদ ও ইমন। আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে প্রথম ১০ ওভারে তারা দলের খাতায় যোগ করেন ৯৫ রান। ব্যক্তিগত ২৭ রানে জীবন পাওয়া ইমন ফিফটি তুলে নেন ৩৫ বলে। সঙ্গীর দেখানো পথে ৩৪ বলের অর্ধশতক হাঁকান তানজিদ।

৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করা ইমনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন ফরিদ আহমেদ। এরপরই ঘূর্ণি যাদুতে টপ-অর্ডার ও মিডল-অর্ডার গুঁড়িয়ে দেন রশিদ খান। এই লেগ স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে একে একে সাজঘরে ফেরেন তানজিদ (৫১), সাইফ হাসান (০), জাকের আলী (৬) ও শামীম হোসেন (০)। তানজিদ বাদে বাকি তিনজনকেই এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর শূন্য রানে নূর আহমেদের শিকার হয়ে ফেরেন তানজিম হাসান সাকিব।

তবে সপ্তম উইকেটে সোহান-রিশাদের ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় বাংলাদেশ। ১৩ বলে ২৩ রানে সোহান ও ৯ বলে ১৪ রানে রিশাদ অপরাজিত থাকেন।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম আহমেদ। ইনিংসের চতুর্থ ওভারে ইব্রাহিম জাদরানকে (১৫) বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সেদিকউল্লাহ আতালকে (১০) ফেরান তানজিম।

পরের ওভারে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন দারউইশ রাসুলি। পাওয়ারপ্লে শেষে বোলিংয়ে এসে মোহাম্মদ ইশাককে তুলে নেন রিশাদ। ৪০ রানের ভেতর ৪ উইকেট হারানোর পর জুটি বাধেন গুরবাজ ও আজমতউল্লাহ ওমারজাই। তবে ওমারজাইকে (১৮) ফিরিয়ে ৩৩ রানের এই জুটি থামিয়ে দলকে স্বস্তি এনে দেন রিশাদ।

ব্যক্তিগত ৩৪ রানে জীবন পাওয়া গুরবাজকে (৪০) তুলে নিয়ে আফগানদের বড় সংগ্রহের পথ প্রায় বন্ধ করে দেন তানজিম। কিন্তু মোহাম্মদ নবীর (৩৮) নৈপুণ্যে তা আর হয়নি। তাসকিন আহমেদের করা ১৮তম ওভারে আউট হওয়ার আগে তিনটি ছক্কা হাঁকান তিনি। সেই ওভার থেকে আসে মোট ২২ রান। তানজিমের করা শেষ ওভারে ১৪ রান এলে দেড়শ পার করে আফগানিস্তান।

শুক্রবার একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: