মারুফার বোলিংয়ে মুগ্ধ মালিঙ্গা

৩ অক্টোবর ২০২৫

মারুফার বোলিংয়ে মুগ্ধ মালিঙ্গা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন মারুফা আক্তার। বল হাতে প্রথম ওভারেই দুর্দান্ত দুই ইনসুইংয়ে বোল্ড করেছেন পাকিস্তানের দুই ব্যাটারকে। তার ডেলিভারি দুটি বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমীকে ছাড়াও মুগ্ধ করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে।

বৃহস্পতিবার কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উইকেটে হারায় বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের ভিতটা প্রথম ওভারেই গড়ে দেন মারুফা।

বল হাতে ওভারের প্রথম চারটি বলই আউটসুইঙ্গার করেছিলেন ডানহাতি এই পেসার। এরপর ওভারের পঞ্চম ওভারে দেখান ইনসুইংয়ের জাদু। অফ স্টাম্পের বেশ বাইরে পড়া ডেলিভারিটি ভেতরে ঢুকে আঘাত হানে মিডল লেগ স্টাম্পের মাথায়।

সবশেষ ছয় ইনিংসে দুটি সেঞ্চুরি দুটি তিনটি ফিফটি হাঁকানো সিদরা আমিনও পরাস্ত হন মারুফার ইনসুইংয়ে। অফ স্টাম্পের বেশ বাইরে পড়া ডেলিভারিটি এবারও অনেকটা ভেতরে ঢুকে যায়। সিদরার ব্যাটের কানায় লেগে তা আঘাত স্টাম্পে।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মারুফার এই দুই ডেলিভারির ভিডিও পোস্ট করে আইসিসি, যা এখন পর্যন্ত দেখা হয়েছে কয়েক কোটি বার। এমনই এক ভিডিও শুক্রবার নিজের ফেইসবুক পেইজে শেয়ার দিয়ে মালিঙ্কা লেখেন, “নিখাদ দক্ষতা। অসাধারণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।

মালিঙ্গার পোস্টের কমেন্টে জবাব দিয়ে মারুফা লেখেন, “অনেক ধন্যবাদ কিংবদন্তি।

ম্যাচ শেষে বিশ্লেষণে মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন নারী ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। ভারতের সাবেক এই অধিনায়ক জানান, দিন সবকিছুই নিখুঁত ছিল মারুফার।

প্রথমত, সে অনেক সুইং আদায় করে নিয়েছে। এরপর সে একদম সঠিক লেন্থে বল করেছে। সুইং পাওয়া তো ভালো। তবে সঠিক লাইন লেংথে বল না রাখতে পারলে তো পুরস্কারটা মিলবে না। সে পুরস্কারটি পেয়েছে উপযুক্তভাবেই। পরপর দুটি বড় উইকেট, হ্যাটট্রিকের মুখে ছিল সে।

মারুফার প্রথম (ওয়ানডে) বিশ্বকাপ এটি। টি-টুয়েন্টি বিশ্বকাপ অবশ্য সে খেলেছে এবং দক্ষিণ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে তার বোলিং দেখে খুবই মুগ্ধ হয়েছিলাম। বিশেষ করে তার গতি, যেভাবে সে এসে বল ডেলিভারি করে। আজকে সে যা করেছে, ফাস্ট বোলার হিসেবে এমন শুরুই দলকে দিতে চাইবেন আপনি। একাদশের একমাত্র ফাস্ট বোলার হয়ে শুরুতেই বড় দুটি উইকেট বাংলাদেশের জন্য কী দারুণ মুহূর্ত ছিল।

আগামী মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে গুয়াহাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন: