সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৮

৩ অক্টোবর ২০২৫

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৮

সেদিকউল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরানের অর্ধশত রানের উদ্বোধনী জুটি ভেঙে রানের লাগাম টেনে ধরার শুরুটা করে দিয়েছিলেন রিশাদ হোসেন। এরপর পেসারদের নৈপুণ্যে আফগানিস্তানকে দেড়শর আগে থামিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের অভিযানে ১৪৮ রানের লক্ষ্য পেয়েছে সফরকারীরা।

শুক্রবার শারজায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৭ রান তোলে আফগানিস্তান।

আতাল ও জাদরানের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৫ রান। রিশাদের করা ইনিংসের অষ্টম ওভারে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ানোর আভাস দেন আতাল । কিন্তু পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দেন তিনি (২৩)।

আরেক ওপেনার জাদরানকে (৩৮) ফেরান নাসুম আহমেদ। বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ নেন রিশাদ। পরের ওভারে নিজের দ্বিতীয় উইকেট নেন তিনি। ২ ছক্কায় ১৪ রান করা দারউইশ রাসুলিকে ফিরিয়ে আফগানদের চাপ আরও বাড়িয়ে দেন নাসুম।

রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমারজাই রানের গতি বাড়ানোর চেষ্টা চালালেও পেসারদের নৈপুণ্যে তা আর হয়নি। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ইয়োর্কারে গুরবাজকে (৩০) বোল্ড করেন শরিফুল। পরের ওভারে ওমারজাইকে ফেরানোর সুযোগ এলেও তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন ইমন। অবশ্য জীবন পেলেও ভয়ঙ্কর হয়ে ওঠতে পারেননি আফগান অলরাউন্ডার।

শেষ চার ওভারে এক উইকেট হারিয়ে ৩০ রান তুলতে পারে আফগানরা। দুটি করে উইকেট নেন রিশাদ ও নাসুম।

মন্তব্য করুন: