প্রথমবারের মতো ওয়ানডে দলে সাইফ, নেই লিটন

৩ অক্টোবর ২০২৫

প্রথমবারের মতো ওয়ানডে দলে সাইফ, নেই লিটন

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। তবে চোট থেকে এখনও সেরে না ওঠায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবু ধাবিতে আফগানদের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। লিটন ছাড়াও বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটার জাতীয় দলের জার্সিতে ২০২৩ সালে সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে দুই বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সাইফ। এরপর থেকেই আছেন দুর্দান্ত ছন্দে। ৮ ইনিংসে ১৩৩ স্ট্রাইক রেটে ডানহাতি এই ব্যাটার করেছেন ২৪৪ রান। এশিয়া কাপে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান-সংগ্রাহক।

অন্যদিকে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে পাঁজরে বল লাগার পর থেকে মাঠের বাইরে আছেন লিটন।

আগামী বুধবার আবু ধাবিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ১১ ও ১৪ অক্টোবর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

মন্তব্য করুন: