আড়াই দিনেই ইনিংস ব্যবধানে উইন্ডিজকে হারাল ভারত

৪ অক্টোবর ২০২৫

আড়াই দিনেই ইনিংস ব্যবধানে উইন্ডিজকে হারাল ভারত

লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে আগের দিনই বড় লিড পেয়েছিল ভারত। তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে অর্ধেক দিনেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতেই ইনিংস ও ১৪০ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল শুভমান গিলের দল।

শনিবার আহমেদাবাদে তৃতীয় দিন সকালে আর ব্যাটিংয়ে না নেমে ৫ উইকেটে ৪৪৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানরা মধ্যাহ্ন ভোজের বিরতির পর অলআউট হয় ১৪৬ রানে।

প্রথম ইনিংসের মতো এদিনও টেগনারায়ণ চন্দ্রপলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ১২ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। এরপর জাদেজা ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় ৫ উইকেটে ৬৬ রান নিয়ে।

ষষ্ঠ উইকেটে অ্যালিক অ্যাথানেজ ও জাস্টিন গ্রিভসের জুটি বিপর্যয়ের সামাল দেওয়ার চেষ্টা করলেও বিরতির পর তা থামান ওয়াশিংটন সুন্দর। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করা অ্যাথানেজকে ফিরিয়ে ৪৬ রানের এই জুটি ভাঙেন এই অফ স্পিনার।

পরের ওভারে জোড়া আঘাত হানেন সিরাজ। এরপর ইয়োহান লেইন (১৪) ও জেইডেন সিলসের (২২) ঝড়ো ব্যাটিংয়ে কেবল ভারতের জয় কিছুটা বিলম্বিত হয়। বাঁহাতি স্পিনে ৪ উইকেট নেন জাদেজা। সিরাজের শিকার ৩ উইকেট, কুলদীপ নেন দুটি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে সিরাজ ও যশপ্রীত বুমরাহর পেস তোপে প্রথম দিনে ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর রাহুলের ১০০, জুরেলের ১২৫ ও জাদেজার অপরাজিত ১০৪ রানের সুবাদে বড় লিড পায় ভারত।

আগামী শুক্রবার দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

মন্তব্য করুন: