আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৪৪
৫ অক্টোবর ২০২৫

পেসার-স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে আফগানিস্তানকে অল্পতে আটকানোর পথে ছিল বাংলাদেশ। কিন্তু দারউইশ রাসুলি ও মুজিব উর রহমানের ব্যাটে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে তারা। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে ১৪৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
রোববার শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
৯৮ রানে ৮ উইকেট হারানো আফগানরা শেষ পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৪৫ রান তোলে।
এর আগে ২৪ রানের ভেতর দুই ওপেনার ইব্রাহিম জাদরান (৭) ও রহমানউল্লাহ গুরবাজকে (১২) তুলে নেয় বাংলাদেশ। পাওয়ারপ্লের শেষ বলে ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
চতুর্থ উইকেটে রাসুলিকে নিয়ে দলের হাল ধরেন সেদিকউল্লাহ আতাল। ২৮ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ৩৪ রানের এই জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন সাইফউদ্দিন। পরের ২৫ রান যোগ করতে আরও চার উইকেট তুলে নেন বোলাররা।
১৫তম ওভারে অষ্টম উইকেট পতনের পর দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে জুটি বাধেন রাসুলি ও মুজিব। তবে এক্ষেত্রে অবদান আছে ফিল্ডারদেরও। ২৭ রানে থাকা রাসুলির ক্যাচ ছাড়েন সাইফউদ্দিন। তখন দলের সংগ্রহ ছিল ১১৭ রান। নিজের শেষ ওভারে রাসুলিকে (৩২) ফিরিয়ে ২২ বলে ৩৪ রানের জুটিটি ভাঙেন সাইফউদ্দিন।
তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারের প্রথম বলে মুজিবের ক্যাচ নিতে ব্যর্থ হন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত মুজিব অপরাজিত থাকেন ১৮ বলে ২৩ রানে।
সাইফউদ্দিনের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও তানজিম।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: