টি-টুয়েন্টির আত্মবিশ্বাস ওয়ানডেতে কাজে লাগাতে চায় বাংলাদেশ

৬ অক্টোবর ২০২৫

টি-টুয়েন্টির আত্মবিশ্বাস ওয়ানডেতে কাজে লাগাতে চায় বাংলাদেশ

সাইফ হাসান বোলারদের নৈপুণ্যে সিরিজের তৃতীয় শেষ টি-টুয়েন্টি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস এবার আসন্ন ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চাওয়ার কথা জানিয়েছেন জাকের আলী অনিক।

রোববার শারজায় পেসার স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে আফগানদের ১৪৩ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে সাইফের অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংসে উইকেটের জয় পায় তারা।

টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়। প্রথম জয়টি আসে দুই ম্যাচের সিরিজে ২০২৩ সালের জুলাইয়ে, ঘরের মাঠে। দুটিতেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।

আগামী বুধবার আবু ধাবিতে শুরু হবে দুদলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজে অংশ নিতে ইতোমধ্যে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ বাকি সদস্যদের প্রায় সবাই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে।

এই সিরিজের দলে আছেন টি-টুয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা জাকের। টি-টুয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশড করার পর ওয়ানডেতেও নিজেদের শক্তি কাজে লাগাতে চান তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, “এই সিরিজ অনেক আত্মবিশ্বাস দেবে আমাদের। সামনে তাকিয়ে আছি আমরা। ওয়ানডে সিরিজে আমাদের শক্তি কাজে লাগাতে চাই। শুধু নিজেদের নিয়েই মনোযোগী আমরা।

আবু ধাবির কন্ডিশন নিয়ে দল চিন্তিত নয় জানিয়ে এই উইকেটকিপার-ব্যাটার বলেন, “এশিয়া কাপে আমরা আবু ধাবিতে খেলেছি। জানি কন্ডিশন কেমন হবে। অত বেশি তফাত হবে না। মাঠটা বড়। তবে আমরা দল হিসেবে প্রস্তুত আছি। সামনে তাকিয়ে আছি, ওয়ানডে সিরিজেও ভালো করতে চাই।

মন্তব্য করুন: