ব্যাটিং উপভোগ করার মন্ত্রে ফল পাচ্ছেন সাইফ
৬ অক্টোবর ২০২৫

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকার পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন ছিলেন সাইফ হাসান। ডানহাতি এই ব্যাটার ছিলেন এশিয়া কাপে দলের সর্বোচ্চ রান-সংগ্রাহকও। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার ম্যাচে ফিফটি হাঁকিয়ে জানিয়েছেন, ব্যাটিংটা উপভোগ করে খেলে চলছেন তিনি।
রোববার শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাইফ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া এই ব্যাটার ৩৮ বলের ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ২ চারে।
ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর নিজের ব্যাটিং নিয়ে সাইফ বলেন, “দলে অবদান রাখতে পারায় আমি খুশি। এটা আমাদের জন্য খুবই ভালো সিরিজ ছিল। আশা করছি, আমরা এই ছন্দটা ধরে রাখতে পারবো।”
“আমি গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি। আমি শুধু নিজের ব্যাটিংটা উপভোগ করছি, এইটুকুই।”
ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন সাইফ। ৫০ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত তিন আসর মিলিয়ে ৪৭ ইনিংসে করেছেন ১ হাজার ৭৯৩ রান। ১৩টি ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি।
তবে বর্তমানে টি-টুয়েন্টিতে ঝড় তুললেও ঘরোয়া টি-টুয়েন্টির আসরগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাইফ। বিপিএলের সবশেষ তিন আসরে ২৫ ইনিংসে ১১৮ দশমিক ৯২ স্ট্রাইক রেট রান করেছেন ৫১৭, ফিফটি তিনটি। এছাড়া গত বছর এনসিএল টি-টুয়েন্টিতে ৭ ইনিংসে করতে পারেন মাত্র ৪৭ রান।
জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে বাংলাদেশের হয়ে ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে সবশেষ মাঠে নেমেছিলেন সাইফ। সেখানে তিন ম্যাচে কেবল ৫১ রান করেছিলেন তিনি, যার মধ্যে একটি ইনিংসে অপরাজিত ছিলেন ৫০ রানে।
জাতীয় দলে ফেরার আগে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো ছাড়া পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থই ছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরার পর থেকে আছেন দুর্দান্ত ছন্দে। ৯ ইনিংসে ১৩৯ দশমিক ৩৬ স্ট্রাইক রেটে রান করেছেন ৩০৮, ফিফটি তিনটি। ২৪টি ছক্কার পাশাপাশি মেরেছেন ১৪টি চার। এশিয়া কাপের চার ম্যাচে করেছেন ১৭৮ রান।
তবে ব্যাটিং পজিশন এখনও নির্দিষ্ট হয়নি সাইফের। নেদারল্যান্ডস সিরিজ এক ম্যাচে চার নম্বরে ও আরেক ম্যাচে ওপেনিংয়ে, এশিয়া কাপে ওপেনিংয়ে এবং সবশেষ আফগানিস্তান সিরিজে তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি। সিরিজ শুরুর আগে হেড কোচ ফিল সিমন্সের কাছে এ বিষয়ে পরিষ্কার বার্তা পাওয়ার কথা জানান তিনি।
“এটা একটা গুরুত্বপূর্ণ অবস্থান। গত টুর্নামেন্টে আমি শুরুতে ব্যাট করেছি। তবে এই সিরিজ শুরুর আগে কোচ ফিল সিমন্স আমাকে পরিষ্কার পরিকল্পনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তিন নম্বরে ব্যাটিং করব। তাই আমি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি।”
টি-টুয়েন্টিতে আলো ছড়িয়ে আফগানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল দিয়ে প্রথমবারের মতো এই ফরম্যাটের দলে ডাক পেয়েছেন সাইফ। এখন দেখার বিষয় ঘরোয়া ক্রিকেটে যেই ফরম্যাটে সবচেয়ে ভালো পারফর্ম করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সেখানে তিনি কেমন করেন।
মন্তব্য করুন: