আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
৯ অক্টোবর ২০২৫

তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজের ফিফটির পর ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় আফগানিস্তানকে আটকাতে যেমন বোলিংয়ের দরকার ছিল তেমন কিছুই করতে পারলেন না বোলাররা। চাপ ছাড়া ব্যাটিংয়ে ৫ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।
বুধবার আবু ধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ ওভার ৫ বলে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর ফিফটির সুবাদে ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান।
ছোট লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি থেকে ৫২ রান আসে স্বাগতিকদের। ইব্রাহিম জাদরানকে (২৩) স্টাম্পিং করিয়ে এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। দ্রুত সেদিকউল্লাহ আতালকে (৫) ফিরিয়ে আফগানদের চাপে ফেলানোর ইঙ্গিত দেন তানজিম হাসান সাকিব। কিন্তু তৃতীয় উইকেটে গুরবাজ ও রহমতের ৭২ রানের জুটিতে তা আর হয়নি।
রহমতকে (৫০) ফিরিয়ে এই জুটি ভাঙেন তানজিম। পরের ওভারে গুরবাজকে (৫০) বোল্ড করেন মিরাজ। দ্রুত দুই সেট ব্যাটারকে হারালেও হাশমতউল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমারজাইয়ের ব্যাটে সেই চাপ সামলে ওঠে আফগানিস্তানকে। ৪০ রান করা ম্যাচসেরা ওমারজাইকে ফিরিয়ে তানজিম ৫৯ রানের জুটি ভাঙলেও আর চাপে পড়েনি তারা। অধিনায়ক শাহিদি অপরাজিত থাকেন ৪০ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটাররা ১৬৯ বলে কোনো রান নিতে পারেননি। চতুর্থ ওভারে জীবন পেলেও দুই বল পর উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম (১০)। এক ওভার পর সহজ ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্তও (২)। দুটি উইকেটই নেন ওমরজাই।
ওয়ানডে অভিষেকে শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি সাইফ হাসান। ওপেনিংয়ে নেমে তিনি ফেরেন ২৬ রানে। ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয় ও মিরাজ। কিন্তু দৌড়ে রান নিতেও যেন হিমশিম খান তারা। ৭৫ বলে ৩ ছক্কা ও এক চারে ফিফটি তুলে নেন হৃদয়। অধিনায়ক মিরাজ অর্ধশতক স্পর্শ করেন ৭৪ বলে।
মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হৃদয় (৫৬) রানআউট কাটা পড়লে থামে ১৪২ বলে ১০১ রানের জুটিটি। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মিরাজও (৬০)। বাংলাদেশ অধিনায়ককে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন রশিদ। এরপর জাকের আলী (১০) ও নুরুল হাসান সোহানকেও (৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এই লেগস্পিনার।
শেষ দিকে তানজিম হাসান সাকিব (১৭) ও তানভীর ইসলামের (১১) ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পেলেও তা যথেষ্ট ছিল না। তিনটি করে উইকেট নেন ওমারজাই ও রশিদ।
আগামী শনিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: