শামারকে নিয়ে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ
৯ অক্টোবর ২০২৫

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল শামার জোসেফের। তবে সেই শঙ্কা কাটিয়ে ডানহাতি এই ফাস্ট বোলারকে নিয়েই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ।
বৃহস্পতিবার শাই হোপকে অধিনায়ক করে দুই সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। টি-টুয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আলো ছড়িয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আকিম ওগিস। গত মাসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন ২২ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার।
সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৯ ইনিংসে ২২৯ রান করেন ওগিস, স্ট্রাইক রেট ১৬২ দশমিক ৪১। লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি খেলেছেন ২৪ ম্যাচ।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শুরুর আগে চোটে কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গিয়েছিলেন শামার। সে সময় তার চোটের ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছিল, বাংলাদেশ সফরের আগে তার অবস্থার পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপকে মাথায় রেখে এই দল সাজানো হয়েছে জানিয়ে ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি বলেন, “বিশ্বকাপের আগে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য উপাদান হলো জয়ের মানসিকতা এবং শক্তিশালী দলগত একতা বজায় রাখতে এই দলটি করার চেষ্টা করবে। বাংলাদেশের মুখোমুখি হওয়া আমাদের এই সবচেয়ে বড় আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের আরেকটি সুযোগ করে দেবে।”
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী বুধবার বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে টি-টুয়েন্টি সিরিজের ম্যাগুলো হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, আকিম ওগিস, জেডিয়া ব্লেডস, কেইসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শারফেইন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শারফেইন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।
মন্তব্য করুন: