গিল-জাদেজার নৈপুণ্যে দিল্লি টেস্টে ভারতের দাপট
১১ অক্টোবর ২০২৫

শুভমান গিলের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এরপর রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার ধসিয়ে চালকের আসনে বসেছে তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা, ক্যারিবিয়ানদের হাতে আছে ৬ উইকেট।
শনিবার দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন ৫ উইকেটে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। ৪ উইকেটে ১৪০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
২ উইকেটে ৩১৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকরা শুরুতেই হারায় যশস্বী জয়সোয়ালের উইকেট। বাঁহাতি এই ওপেনার রান আউটে কাটা পড়েন ব্যক্তিগত ১৭৫ রানে।
এরপর নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন অধিনায়ক গিল। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে নিতিশের (৪৩) বিদায়ে থামে চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি।
বিরতির পর ধ্রুব জুরেলকে নিয়ে বেশ স্বচ্ছন্দে রান তুলতে থাকেন গিল। ১৩ চার ও ১ ছক্কায় ডানহাতি এই ব্যাটার তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি, যার পাঁচটিই এসেছে চলতি বছর অধিনায়ক হিসেবে। এরই সঙ্গে বিরাট কোহলির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে এক বছরে পাঁচটি শতক হাঁকানোর কীর্তি গড়েন তিনি।
অপরপ্রান্তে জুরেলকে (৪৪) বোল্ড করে ১০২ রানের জুটি ভাঙেন অধিনায়ক রোস্টন চেইজ। তখনই ইনিংস ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন ১২৯ রানে।
জন ক্যাম্পবেলকে (১০) তুলে নিয়ে চা বিরতির আগে ২১ রানে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন জাদেজা। টেগনারায়াণ চন্দ্রপল ও অ্যালিক অ্যাথানেজের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার পথে ছিল সফরকারীরা। কিন্তু আবারও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান জাদেজা। চন্দ্রপলকে ফিরিয়ে (৩৪) দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি ভাঙেন বাঁহাতি এই স্পিনার।
দারুণ খেলতে থাকা অ্যাথানেজকে (৪১) তুলে নেন কুলদীপ যাদব। পরের ওভারে রানের খাতা খোলার আগেই ফিরতি ক্যাচে চেইজকে ফেরান জাদেজা। শাই হোপ ৩১ ও টেভিন ইমলাচ ১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
মন্তব্য করুন: