খুলনাকে উড়িয়ে আবারও এনসিএলের শিরোপা রংপুরের

১২ অক্টোবর ২০২৫

খুলনাকে উড়িয়ে আবারও এনসিএলের শিরোপা রংপুরের

স্পিনারদের নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির শিরোপা লড়াইয়ে খুলনা বিভাগকে অল্পতেই আটকিয়েছিল রংপুর বিভাগ। লক্ষ্য তাড়ায় নাসির হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয়ে টানা দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে দলটি।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রান তোলে খুলনা। জবাবে তিন ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রংপুর।

বিপিএলের পর দেশের দ্বিতীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট হিসেবে গত বছর প্রথমবারের মতো মাঠে গড়ায় এনসিএল টি-টুয়েন্টি। সেবার ঢাকা মহানগরকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রংপুর।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার। দ্বিতীয় বলেই ইমরানুজ্জামানকে তুলে নেন নাসুম আহমেদ। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৬ ওভারে মাত্র ১৯ রান তুলতে পারে খুলনা। পাওয়ারপ্লে শেষ হওয়ার পর প্রথম বলেই রানআউটে কাটা পড়েন এনামুল হক বিজয় (১২)। একই ওভারে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন ২২ বলে ৮ রান করা সৌম্য সরকার। একসময় জাতীয় দলের আরেক নিয়মিত মুখ আফিফ হোসেন ফেরেন ১৪ রান করে। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৪৪ ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ঝড়ো ২৪ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় দলটি।

জবাবে নাসির ও জাহিদ জাভেদের ৩৬ বলে ৬১ রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় রংপুর। সঙ্গীর বিদায়ের পর ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে ফেরেন ম্যাচসেরা নাসির। এরপর আবু হাসিমের ৪০ ও নাঈম ইসলামের ১৯ রানের অপরাজিত ইনিংসে ১৭তম ওভারের শেষ বলে লক্ষ্যে পৌঁছায় রংপুর।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add