অ্যাশেজের ১ম ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম কামিন্সের

১৩ অক্টোবর ২০২৫

অ্যাশেজের ১ম ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম কামিন্সের

অ্যাশেজ সিরিজ শুরু হতে এখনও এক মাসের বেশি বাকি থাকলেও প্রথম ম্যাচে প্যাট কামিন্সের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এবার অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক নিজেই জানালেন, আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা খুবই কম। এমনকি দ্বিতীয় ম্যাচে মাঠে নামা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

পিঠের চোটের কারণে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজের পর থেকেই মাঠের বাইরে আছেন কামিন্স। পুনর্বাসনে থাকা এই পেসার এখনও বোলিং অনুশীলনও শুরু করেননি। ফলে পার্থ টেস্টে তার না খেলার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে।

সোমবার সিডনিতে সাংবাদিকদের ৩২ বছর বয়সী এই পেসার বলেন, “(সম্ভাবনা) কত শতাংশ তা বলব না, তবে সম্ভবত খেলার চেয়ে না খেলার সম্ভাবনাই বেশি। তবে আমার হাতে এখনও কিছু সময় আছে। আগামী সপ্তাহে বোলিং প্রস্তুতি শুরু করার কথা। এরপর আরও দুই সপ্তাহের মধ্যে টার্ফে স্পাইক পরে বোলিং করা যাবে বলে আশা করছি। তবে প্রতি সেশনে আগের চেয়ে ভালো লাগছে।

গত শুক্রবার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, অ্যাশেজের প্রথম টেস্টে খেলার অবস্থায় পৌঁছাতে হলে কামিন্সকে অন্তত চার সপ্তাহ নেটে বল করতে হবে। নইলে চোটের ঝুঁকি থেকেই যাবে।

কামিন্সও সেটি মেনে নিয়ে বলেন, “টেস্ট খেলতে হলে এমন অবস্থায় থাকতে হয় যেখানে দিনে ২০ ওভার বোলিং করা যায় এবং সেটা নিয়ে ভাবতে না হয়। চার সপ্তাহে (ওই অবস্থায় আসা) খুব কঠিন হয়ে যায়। তবে এর কাছাকাছি কোথাও থাকব বলে মনে করি।

এখনও বল হাতে না নেওয়ায় আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা নিয়ে নিশ্চিত নন কামিন্স।

এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আগে থেকে কিছু বলা কঠিন। একদম বল না করা অবস্থা থেকে হঠাৎ পাঁচ টেস্ট খেলাটা বেশ কঠিনই। তাই প্রথম ধাপে চেষ্টা করছি অন্তত সুযোগটা তৈরি করতে।

২০১৭-১৮ অ্যাশেজ সিরিজে অভিষেকের পর থেকে কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি অ্যাশেজ সিরিজে খেলেছেন এবং দলকে ট্রফি ধরে রাখতে সাহায্য করেছেন। তবে শেষ পর্যন্ত যদি কামিন্স পার্থ টেস্টে না খেলতে পারেন, তবে দলকে নেতৃত্ব দিতে পারেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। অন্যদিকে পেস আক্রমণে তার জায়গা নিতে পারেন স্কট বোল্যান্ড।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add