স্বর্ণার দ্রুততম ফিফটির রেকর্ডে বাংলাদেশের ২৩২
১৩ অক্টোবর ২০২৫

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আগের দুই ম্যাচে ব্যাটিংটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে দারুণ ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়েছে তারা। এই সংগ্রহ এনে দিতে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার।
সোমবার বিশাখাপত্তনমে স্বর্ণার শেষের ঝড়ে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাংলাদেশ।
মারমুখি ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটিটি স্বর্ণা তুলে নেন ৩৪ বলে, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন তিনি।
রেকর্ড গড়া ইনিংসটি খেলার পথে দেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোরও কীর্তি গড়েন স্বর্ণা। ৩৫ বলের ইনিংসে ৩টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কাও। এর আগে মেয়েদের ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ২টি ছক্কা মেরেছিলেন জ্যোতি, ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৫৩ রান। তবে এই রান আসে ৯৭ বলে। শুরুর ভিত ধরে এরপর তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তোলেন শারমিন আক্তার ও জ্যোতি। ৩২ রান করা বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙে ৯১ বলে ৭৭ রানের জুটিটি। ক্যারিয়ারের নবম ফিফটিতে শারমিন ফেরেন ৫০ রান করে।
অন্যদিকে ক্রিজে আসার পর থেকে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন স্বর্ণা। তার ও রিতু মনির শেষের ঝড়ে শেষ ১০ ওভারে দলের খাতায় যোগ হয় ৮২ রান। ৩৫ বলে ৫১ রানে স্বর্ণা এবং ৮ বলে ১৯ রানে রিতু অপরাজিত থাকেন।
মন্তব্য করুন: