হোয়াইটওয়াশড হওয়া এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২৯৪

১৪ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশড হওয়া এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২৯৪

টপ-অর্ডারদের দুর্দান্ত শুরুর পর শেষে মোহাম্মদ নবীর ঝড়ে বিশাল সংগ্রহ গড়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়া এড়াতে ২৯৪ রান করতে হবে বাংলাদেশকে।

মঙ্গলবার আবু ধাবিতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে উইকেটে ২৯৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

৩১ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল উইকেটে ১৭৩ রান। বল হাতে নিয়েই দ্রুত উইকেট তুলে নিয়ে আফগানদের রানের লাগাম টেনে ধরেন সাইফ হাসান। কিন্তু শেষ দুই ওভারে মোহাম্মদ নবীর ঝড়ে তিনশর কাছাকাছি পৌঁছায় আফগানরা।

ব্যাটিংয়ে নেমে আফগানদের উড়ন্ত সূচনা এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান। ১৬তম ওভারের শেষ বলে গুরবাজকে (৪২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৯৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানভীর ইসলাম। এরপর সেদিকউল্লাহ আতালকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন জাদরান। তবে ৩২তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে ফিরতি ক্যাচে আতালকে (২৯) ফিরিয়ে ৭৪ রানের জুটি ভাঙেন সাইফ। পরের ওভারে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকেও () তুলে নেন এই অফ স্পিনার।

দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগুতে থাকা জাদরান (৯৫) সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কমে আসে রানের গতি। তবে শেষ দুই ওভারে সব চিত্র ওলটপালট করে দেন নবী।

৪৯তম ওভার করতে আসা নাহিদ রানা বল করে ওভার শেষ না করে মাঠ ছাড়লে বোলিংয়ে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নবীর কাছে বলে ৩টি ছক্কা হজম করেন তিনি। হাসান মাহমুদের করা শেষ ওভারে চার এক ছক্কায় আরও ১৯ রান নেন নবী। শেষ দুই ওভারে দলের খাতায় যোগ হয় ৪৪ রান। ৩৭ বলে ছক্কা চারে নবী অপরাজিত থাকেন ৬২ রানে।

ওভারে রানে উইকেট নেন সাইফ। হাসান তানভীরের শিকার ২টি করে উইকেট।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: