৮ মাস পর ওয়ানডে দলে সৌম্য, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

১৬ অক্টোবর ২০২৫

৮ মাস পর ওয়ানডে দলে সৌম্য, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আট মাস পর জাতীয় দলে ফিরলেন সৌম্য সরকার। এছাড়াও দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

বৃহস্পতিবার দুপুরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ফাস্ট বোলার নাহিদ রানা।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন সৌম্য। এরপর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দলে থাকলেও সংযুক্ত আরব আমিরাতের ভিসা না পাওয়ায় সিরিজে অংশ নিতে পারেননি তিনি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৭১ ইনিংসে ৩২ দশমিক ৮০ গড়ে হাজার ১৯৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ১৩টি ফিফটির পাশাপাশি ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, স্ট্রাইক রেট ৯৬ দশমিক ৩১।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন মাহিদুল। লিস্ট ক্রিকেটে ডানহাতি এই ব্যাটার ৯০ ইনিংসে ৪৪ দশমিক ৫৩ গড়ে হাজার ৪২৯ রান করেছেন। ফিফটি হাঁকিয়েছেন ২৮টি, সেঞ্চুরি ৪টি।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়া বাংলাদেশ আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। পরের দুই ম্যাচ মঙ্গলবার এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ মিরপুর শের--বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে। 

মন্তব্য করুন: