গ্রিনের চোটে অস্ট্রেলিয়া দলে লাবুশেন
১৭ অক্টোবর ২০২৫

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার জন্য ধাক্কা হয়ে এসেছে ক্যামেরন গ্রিনের চোট। তবে ডানহাতি এই ব্যাটার সিরিজ থেকে ছিটকে যাওয়ায় কপাল খুলেছে জাতীয় দলের জার্সিতে টানা ব্যর্থতায় বাদ পড়া মার্নাস লাবুশেনের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন তিনি।
মাংশপেশির চোটের কারণে গ্রিনের বাদ পড়ার কথা জানায় অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজের আগে দলটির জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। চলতি সপ্তাহে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি।
গত বছর পিঠের অস্ত্রোপচারের পর সম্প্রতি শেফিল্ড শিল্ড দিয়ে বোলিংয়ে ফিরেছিলেন গ্রিন। অ্যাশেজকে সামনে রেখে নিজের বোলিং ঝালিয়ে নিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি মাসের শুরুতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও খেলেননি তিনি।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মৌসুমের প্রথম শিল্ড ম্যাচে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের ৮ ওভার বোলিং করার কথা থাকলেও তিনি ৪ ওভার করেন। ঝুঁকি এড়াতে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল বোর্ড তাকে টানা দুই দিন বোলিং করায় নিষেধাজ্ঞা দেয়।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুই ম্যাচে বোলিং করার সম্ভাবনা ছিল না গ্রিনের। ২৮ অক্টোবরের শিল্ড ম্যাচে যেন খেলতে পারেন সেজন্য সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতো। এরপর পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও খেলতেন না তিনি।
অ্যাশেজের আগে গ্রিনের এই চোট অস্ট্রেলিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো বাধা ছাড়াই ডানহাতি এই পেসারকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে বোলিংয়ের জন্য পুরো ফিট করে তোলার পথে ছিল তারা।
অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ১০ ওয়ানডে ইনিংসে কোনো ফিফটির দেখা না পাওয়া লাবুশেন ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে সবশেষ পাঁচ ইনিংসের চারটিতে সেঞ্চুরি হাঁকিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কুইন্সল্যান্ডের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি শতক হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ম্যাচ শেষে শনিবার দলের সঙ্গে যোগ দিতে অ্যাডিলেইড ছাড়বেন লাবুশেন। আগামী রোববার পার্থে অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে।
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স এই পুরো সিরিজে খেলতে পারবেন না। অন্যদিকে চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকবেন উইকেটকিপার জশ ইংলিস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম ওয়ানডেতে থাকবেন না লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। অন্যদিকে অ্যাশেজের প্রস্তুতির জন্য শিল্ড ম্যাচে ব্যস্ত থাকায় এই ম্যাচে খেলবেন না উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি।
মন্তব্য করুন: