সীমান্তে সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান

১৮ অক্টোবর ২০২৫

সীমান্তে সংঘাতকে কেন্দ্র করে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান

ভারতের পর এবার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়ল ক্রিকেট মাঠে। দুই দেশের মধ্যকার সীমান্ত সংঘাতে স্থানীয় তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে দাবি করে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি লাহোরে এই সিরিজ আয়োজন করার ঘোষণা গত মাসে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের তৃতীয় দল শ্রীলঙ্কা।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) দাবি করে, সীমান্ত এলাকায় পাকিস্তানের সাম্প্রতিক হামলায় বেশ কজন ব্যক্তি প্রাণ হারায়, তাদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার।

আফগানিস্তানের ক্রিকেট পরিবার, সব ক্রীড়াবিদ তথা দেশের সমগ্র ক্রীড়া সমাজের জন্য এটিকে বড় আঘাত বিশাল ক্ষতি হিসেবে অবিহিত করছে আফগান ক্রিকেট বোর্ড।

প্রাণ হারানো তিন ক্রিকেটারের ছবি পোস্ট করেশহীদ হওয়া ক্রিকেটারদের সঙ্গে একাত্মতা পোষণ করার কথা জানায় তারা। এটিকেমর্মান্তিক ঘটনা আখ্যা দিয়ে এবংপ্রাণ হারানো মানুষদের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে পাকিস্তানে আগামী মাসের এই ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানায় এসিবি।

সীমান্তের নানা জায়গায় সংঘর্ষ প্রাণহানি নিয়ে গত বেশ কিছুদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে।

আফগানিস্তান সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিসিবি।

মন্তব্য করুন: