রিশাদের শেষের ঝড়ে বাংলাদেশের ২০৭

১৮ অক্টোবর ২০২৫

রিশাদের শেষের ঝড়ে বাংলাদেশের ২০৭

প্রতিপক্ষ পরিবর্তন হলেও ব্যাটিংয়ের দৈন্যদশা যেন বদলাচ্ছে না বাংলাদেশের। মিরপুরের মন্থর উইকেটে ধুঁকতে থাকা ব্যাটিংয়ে একটা সময় মনে হচ্ছিল দুইশও করতে পারবে না তারা। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দিতে পেরেছে স্বাগতিকরা।

শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ বল আগে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ১০০ রান পূর্ণ হয় ২৯ ওভার ৫ বলে!

ক্যারিয়ারের একাদশ ফিফটিতে ৯০ বলে ৩ চারে ৫১ রান করেন তাওহিদ হৃদয়। অভিষেকে ৭৬ বলে ৩ চারে ৪৬ রানে ফেরেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ২ ছক্কা ও এক চারে ২৬ রান করে দলকে দুইশর কাছাকাছি নিয়ে যান রিশাদ।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর মিরপুরে ওয়ানডে খেলতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান (৩)। পরের ওভারের প্রথম বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন আট মাস পর একাদশে ফেরা সৌম্য সরকার (৪)।

৮ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে রান তুলতে বেশ সংগ্রাম করতে হয় তাদের। নিয়মিত বাউন্ডারি তো আসেইনি, প্রতি ওভারে নিয়মিত দৌড়ে রান নিতেও হিমশিম খেতে থাকেন তারা। ৬৩ বলে ৩২ রান করা শান্তকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৭১ রানের এই জুটি ভাঙেন ক্যারি পিয়ার।

অপর প্রান্তে ৮৭ বলে ফিফটি তুলে নেওয়ার পর দ্রুতই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। সুইপ করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১৭)। অভিষেকে ফিফটি হাঁকানোর পথে থাকা মাহিদুলকে বোল্ড করেন রোস্টন চেইজ।

শেষ ওভারের প্রথম বলে তানভীর ইসলাম ছক্কা হাঁকিয়ে দলকে দুইশ পার করান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: