আলোচনায় মিরপুরের মন্থর উইকেট
১৮ অক্টোবর ২০২৫

দুই বছর পর মিরপুরে প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ না শেষ হতেই দলের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় চলে এসেছে মাঠের পিচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে রান তুলতে রীতিমত সংগ্রাম করতে হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে। ৩০ ওভারের বেশি বলে কোনো রানই নিতে পারেনি তারা।
শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৯ ওভার ৪ বলের মধ্যে ১৮৩ বলে কোনো রানই নিতে পারেনি স্বাগতিকরা।
ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে হতশ্রী পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ আফগানিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে। সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজসহ আগামী ছয়টি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। ফলে সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের পিচ।
আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স জানান, তার কাছে এটি মিরপুরের স্বাভাবিক উইকেটের মতোই লাগছে। অন্যদিকে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি জানান, তারা আগে কখনও এরকম কোনকিছু দেখেনি।
ম্যাচের শুরুতে পিচ রিপোর্টের সময় শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার পারভেজ মাহারুফ জানান, তিনি নিজেও এমনটা আগে কখনও দেখেননি।
“দুই বছর আগে এখানে শেষ ওয়ানডে খেলা হয়েছে এবং আমরা সম্পূর্ণ ভিন্ন একটি পিচ দেখতে পাচ্ছি। আমি এখানে অনেক ম্যাচ কভার করেছি এবং এবারই প্রথম পিচে ঘাসের কোনো চিহ্ন দেখছি না। প্রথম বল না হতেই মাটি কিছুটা সরে যেতে শুরু করেছে।”
“এটা মন্থর উইকেট এবং স্পিনাররা অবশ্যই সুবিধা পাবে। ব্যাটাররা সংগ্রাম করবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।”
মাহারুফের ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণ হতে সময় খুব একটা লাগেনি। শুরু থেকেই রান তুলতে হিমশিম খেতে থাকে বাংলাদেশ ব্যাটাররা। দলের শতরান পূর্ণ হয় ৩০তম ওভারে। সম্প্রচারকদের গ্রাফিক্সে দেখানো হয় ক্যারিবিয়ান তিন স্পিনার গুদাকেশ মোটি, রোস্টন চেইজ ও ক্যারি পিয়ার পিচ থেকে ভালো টার্ন আদায় করতে পেরেছেন। গড়ে তাদের বল ৪ থেকে সাড়ে ৪ ডিগ্রি পর্যন্ত ঘুরেছে।
মন্তব্য করুন: