মন্থর পিচে রিশাদের নৈপুণ্যে উইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৮ অক্টোবর ২০২৫

মন্থর পিচে রিশাদের নৈপুণ্যে উইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ

রিশাদ হোসেনের শেষের ঝড়ো ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রিশাদ বল হাত নিতেই দিশেহারা হয়ে বেশি দূর যেতে পারেনি তারা। ৭৪ রানের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে স্পিনারদের নৈপুণ্যে ৩৯ ওভারে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১৩৩ রানে।

প্রথম বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে ওয়াডেতে ৫ বা এর বেশি উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস ধসিয়ে দেন ম্যাচ সেরা রিশাদ। ৯ ওভারে ৩৫ রানে তার শিকার ৬ উইকেট। এর আগে ব্যাট হাতে ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে ২৬ রান করেন তিনি।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৫১ রান আসে ওয়েস্ট ইন্ডিজের। একাদশ ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে অ্যালিক অ্যাথানেজকে (২৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রিশাদ। এরপরই সফরকারীদের চেপে ধরতে শুরু করেন স্পিনাররা।

তবে দ্বিতীয় উইকেটে কেইসি কার্টিকে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন ব্র্যান্ডন কিং। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান রিশাদ। কার্টিকে (৯) তুলে নিয়ে ভাঙেন ২৮ রানের জুটিট। নিজের পরের দুই ওভারে কিং (৪৪), শারফেইন রাদারফোর্ড (০), ও রোস্টন চেইজকে তুলে নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নেন এই লেগ স্পিনার। উইকেটের পেছনে এই তিনটি ক্যাচই নেন নুরুল হাসান সোহান।

৯২ রানে ৫ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেন ক্যারিবিয়ানরা। এরপর তানভীর ইসলাম ও মিরাজ একটি করে এবং মুস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। শেষ ব্যাটার হিসেবে জেইডেন সিলসকে তুলে নিয়ে ষষ্ঠ শিকার ধরেন রিশাদ।

এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দলীয় ১০০ রান আসে ২৯ ওভার ৫ বলে। ৮ রানের ভেতর দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকারের (৪) বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে মন্থর পিচে রান তুলতে বেশ সংগ্রাম করতে হয় তাদের। শান্তর বিদায়ে (৩২) ৭১ রানের এই জুটি ভাঙলে রানের গতি আরও কমে আসে।

৮৭ বলে ক্যারিয়ারের একাদশ ফিফটির পর দ্রুতই সাজঘরে ফেরেন হৃদয় (৫১)। মিরাজও (১৭) নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হন। ওয়ানডে অভিষেকে ফিফটির পথে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু চেইজকে সুইপ করতে গিয়ে ৪৬ রান করে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার। এরপর ক্রিজে এসেই ঝড় তোলেন রিশাদ। তার তাণ্ডবে দুইশর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলের দুইশ পার করেন তানভীর।

আগামী মঙ্গলবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: