রিশাদকে টেস্টে দেখতে চান স্পিন কোচ

২০ অক্টোবর ২০২৫

রিশাদকে টেস্টে দেখতে চান স্পিন কোচ

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ না পাওয়া রিশাদ হোসেন এখন বাংলাদেশের সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ সদস্য। এবার এই লেগ স্পিনারকে টেস্ট ক্রিকেটে দেখতে চেয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই কিংবদন্তির মতে, লাল বলের ক্রিকেটে রিশাদ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হয় রিশাদের। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দীর্ঘদিন ধরেই আলো ছড়িয়ে আসছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত শনিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবারের মতো উইকেটও নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ম্যাচে উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে তিনি দেশের সেরা বোলিং ফিগারও গড়েছেন। সব মিলিয়ে তার কাছে দলের প্রত্যাশা এখন আরও বেশি।

টানা চার ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের অভিযানে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিশাদকে লাল বলের ক্রিকেটে দেখতে চাওয়ার আশা প্রকাশ করেন মুশতাক।

শতভাগ নিশ্চিত সে টেস্ট খেলতে পারে। কারণ, সব দলেই শেষ চার ব্যাটার এখন ব্যাট করতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও, শেষের ব্যাটাররা লেগ স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না। তার ওপর রিশাদের যে উচ্চতা বাউন্স, তাতে সে আরও কার্যকরী হবে।

তবে কোচ তার শিষ্যকে টেস্ট দলে দেখতে চাইলেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ খুব একটা পান না রিশাদ। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে পেশাদার ক্রিকেটে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত লাল বলে মাত্র ২১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই লেগ স্পিনার। উইকেট নিয়েছেন ৩১টি, ইনিংসে উইকেট আছে দুইবার। প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ খেলেছেন গত বছর অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে রংপুরের হয়ে। সেখানে ম্যাচে নেন উইকেট।

রিশাদের নিজেরও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার আগ্রহ আছে জানিয়ে মুশতাক বলেন, “যদিও সে টেস্ট দলের অংশ নয়, তবে তার তা হতে হবে। রিশাদ নিজেও চার দিনের ক্রিকেট খেলতে খুব আগ্রহী। কারণ সে জানে, যত লাল বলের ক্রিকেট খেলবে, ততই তার বোলিং আরও ভালো হবে।

মন্তব্য করুন: