কাঁধের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ শামারের

২০ অক্টোবর ২০২৫

কাঁধের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ শামারের

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। কিন্তু কাঁধের অস্বস্তির কারণে কোনো ম্যাচ না খেলেই সিরিজ থেকে ছিটকে গেছেন এই গতি তারকা।

সোমবার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) জানায়, পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে ইংল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন শামার। বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলেও আছেন ২৬ বছর বয়সী এই পেসার।

চোটের কারণে বাংলাদেশ সফরের আগে ভারতের মাটিতে দুটি টেস্টে খেলতে পারেননি শামার। গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

চোটের তালিকায় জোসেফের সঙ্গে যুক্ত হয়েছেন জেডিয়া ব্লেডসও। ২৩ বছর বয়সী বাঁহাতি এই পেসার কোমরের নিচের অংশের চোটের কারণে শুধু বাংলাদেশ সফরই নয়, পরবর্তী নিউ জিল্যান্ড সফর থেকেও ছিটকে গেছেন। তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

এই দুই ক্রিকেটারের পরিবর্তে আকিল হোসেন ও বাঁহাতি পেসার রেমন সিমন্ডসকে বাকি দুই ওয়ানডের জন্য দলে নেওয়া হয়েছে। তারা আগে থেকেই টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন।

গত শনিবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মন্থর উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারায় বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি।

মন্তব্য করুন: