৭ বলে ৫ উইকেটের পতনে হেরে গেল বাংলাদেশ

২০ অক্টোবর ২০২৫

৭ বলে ৫ উইকেটের পতনে হেরে গেল বাংলাদেশ

জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু প্রথম ৪ বলে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া করেছে তারা। রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার মুম্বাইয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে ৮ বল আগে শ্রীলঙ্কাকে ২০২ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৯৫ রানে।

সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হতো বাংলাদেশের। লক্ষ্য তাড়ায় অনেকটা সময়জুড়ে জয়ের জন্য সুবিধাজনক অবস্থানেও ছিল তারা। শেষ ২ ওভারেও দরকার ছিল ১২ রানের, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু পরের ৭ বলের মধ্যে ৫ উইকেট হারায় তারা, যার শুরুটা হয় ৪৯তম ওভারের চতুর্থ বলে রিতু মনিকে দিয়ে।

লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর করা শেষ ওভারের প্রথম বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন রাবেয়া খান। পরের বলে জ্যোতিকে স্ট্রাইক দিতে গিয়ে রানআউটে কাটা পড়েন নাহিদা আক্তার। তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন জ্যোতি। পরের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন মারুফা আক্তার। ওভারের একমাত্র রানটি আসে পঞ্চম বলে।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই রুবাইয়া হায়দারকে (০) হারায় বাংলাদেশ। আরেক ওপেনার ফারজানা হকের ৩৫ বলে ৭ রানের ইনিংসটি শেষ হয় একাদশ ওভারে। তার বিদায়ের পর রানের চাকা কিছুটা সচল হলেও দ্রুত সাজঘরের পথ দেখেন সোবাহানা মোস্তারি।

চতুর্থ উইকেটে শারমিন আক্তার ও জ্যোতির ব্যাটে শুরুর ধাক্কা সামলে ওঠে দল। ৮১ বলে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন শারমিন। কিন্তু ৩৬তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ৬৪ রান করা এই ব্যাটার। থামে ৭৮ রানের জুটি।

এরপর পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ৫০ রানের জুটিতে দলকে জয়ের ভালো অবস্থানে নিয়ে যান জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক ফিফটি তুলে নেন ৭৫ বলে। কিন্তু শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ডানহাতি এই ব্যাটার ফেরেন ৯৮ বলে ৬ চারে ৭৭ রান করে।

এর আগে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা আক্তার। কিন্তু ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে শ্রীলঙ্কা। একটা সময় ১৭৪ রানে ৪ উইকেট ছিল তাদের। কিন্তু এরপরই দুর্দান্তভাবে রানের লাগাম টেনে ধরেন বোলাররা। স্বর্ণা ও রাবেয়ার নৈপুণ্যে ৪৮ ওভার ৪ বলে অলআউট হয় লঙ্কানরা।

২৭ রানে ৩ উইকেট নেন স্বর্ণা, রাবেয়ার শিকার ২টি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: