রেকর্ড গড়া বোলিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রিশাদ
২২ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেনের রেকর্ড গড়া বোলিংয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৬তম স্থানে আছেন রিশাদ।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজের। ওয়ানডে বোলার ও অলরাউন্ডার – এই দুই তালিকাতেই বাংলাদেশের সবার ওপরে আছেন তিনি। বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে এই স্পিনার আছেন ১৮ নম্বরে।
গত শনিবার মিরপুরে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারানোর ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। একই সঙ্গে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এছাড়া দেশের প্রথম স্পিনার হিসেবে এক ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার মাইলফলকও স্পর্শ করেন এই লেগ স্পিনার।
মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে আলো ছড়ান রিশাদ। ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে ম্যাচটি টাই হলে সুপার ওভারে জিতে সিরিজে সমতায় ফেরে ক্যারিবিয়ানরা।
অন্যদিকে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ৩৮ রান খরচ করে কোনো উইকেট পাননি তিনি। আর ব্যাট হাতে দুই ম্যাচে করেন যথাক্রমে ১৭ ও অপরাজিত ৩২ রান।
ওয়ানডে বোলারদের তালিকায় আগের মতোই সবার ওপরে আছেন আফগানিস্তানের রশিদ খান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করে ৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তার সতীর্থ মিচেল স্টার্কের ৪ ধাপ এগিয়ে আছেন ২১ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই। আর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় ভারতের অধিনায়ক শুভমান গিল। এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫১ ও দ্বিতীয়টিতে ১২ রান করা ডানহাতি এই ব্যাটার তালিকায় ৭ ধাপ এগিয়ে আছেন ৩৫ নম্বরে।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের র্যাঙ্কিংয়ে। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নোমান আলী। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৮৫৩। শীর্ষে থাকা ভারতের যশপ্রীত বুমরাহর সঙ্গে তার রেটিং পয়েন্টের ব্যবধান এখন ২৯।
মন্তব্য করুন: