১০ মাস পর পাকিস্তানের টি-টুয়েন্টি দলে বাবর
২৩ অক্টোবর ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে গত বছর সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন বাবর আজম। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ দিয়েই ১০ মাস পর এই ফরম্যাটের দলে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার।
প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই দলে বাবরকে ফেরানো হলেও জায়গা হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের।
গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের জার্সিতে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন বাবর। সেই ম্যাচে ছিলেন রিজওয়ানও। এরপরই টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়েন এই দুই অভিজ্ঞ ব্যাটার।
এশিয়া কাপের আগে পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন জানিয়েছিলেন, টি-টুয়েন্টি দলে ফিরতে হলে স্ট্রাইক রেট উন্নতি করতে হবে বাবরকে। তবে তেমন কিছু আর করে দেখাতে হলো না দেশটির হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রান করা এই ব্যাটারকে।
এশিয়া কাপসহ গত কয়েক আসরে অন্যদের তুলনায় টপ অর্ডারে ভালো ব্যাটিং করলেও টি-টুয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন ফখর জামান। বাদ পড়েছেন ফাস্ট বোলার হারিস রউফও। তারা আছেন রিজার্ভ দলে। তবে এই দুই ক্রিকেটারই আসন্ন দুটি ওয়ানডে সিরিজের দলে আছেন।
অন্যদিক আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করেছে পিসিবি। কয়েকদিন আগে শাহিন শাহ আফ্রিদির কাছে নেতৃত্ব হারানো রিজওয়ান এই দলে আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী মঙ্গলবার। এরপর ওয়ানডে সিরিজ শুরু ৪ নভেম্বর। এই সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে শাহিনের।
১১ নভেম্বর শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে ১৭ নভেম্বর।
পাকিস্তানের টি-টুয়েন্টি দল:
সালমান আলী আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।
রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফায়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।















মন্তব্য করুন: