বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি দলেও বাড়তি স্পিনার নিল উইন্ডিজ
২৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের দলে বাড়তি স্পিনার নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার শামার জোসেফের পরিবর্তে বাঁহাতি স্পিনার ক্যারি পিয়ারকে দলে নেওয়ার কথা জানায় তারা।
মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই খেলেন পিয়ার। প্রথম ম্যাচে একটি উইকেট নেওয়ার পর বাকি দুই ম্যাচে কোনো উইকেট পাননি ৩৪ বছর বয়সী এই স্পিনার। এখন পর্যন্ত খেলা ১০ টি-টুয়েন্টিতে তার শিকার ১০ উইকেট।
পিয়ারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দলে বাঁহাতি স্পিনার থাকছে তিনজন। আকিল হোসেইন ও গুদাকেশ মোটি দলে ছিলেন আগে থেকেই। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে সিরিজের শেষ দুই ওয়ানডেতে এই তিন বাঁহাতি স্পিনার খেলেছেন।
এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে চোটের কারণে শামার ও জেডিয়া ব্লেডস ছিটকে যাওয়ায় পেসার র্যামন সিমন্ডসকে এবং বাড়তি স্পিনার হিসেবে আকিলকে দলে নিয়েছিল ক্যারিবিয়ানরা।
আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। একই মাঠে বুধবার ও শুক্রবার সিরিজের শেষ দুই ম্যাচ হবে।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, ক্যারি পিয়ার, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোটি, রভম্যান পাওয়েল, শারফেইন রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র্যামন সিমন্ডস।















মন্তব্য করুন: