চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েল

২৪ অক্টোবর ২০২৫

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েল

চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ তিনটিতে খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

শুক্রবার ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস মাহলি বিয়ার্ডম্যান।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের দলে ডাক পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার এডওয়ার্ডস। আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার বিয়ার্ডম্যান জায়গা পেয়েছেন টি-টুয়েন্টিতে।

শেফিল্ড শিল্ডে খেলার জন্য শেষ ওয়ানডের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মার্নাস লাবুশেনকে। ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে দলে ডাক পাওয়া এই ব্যাটারকে ফিরতে হলো কোনো ম্যাচ না খেলেই।

গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে নেটে বোলিংয়ের সময় কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টিতে তাকে পাবে না অস্ট্রেলিয়া। অন্যদিকে শিল্ডে খেলতে প্রথম দুই টি-টুয়েন্টির পর দল ছাড়বেন জশ হ্যাজেলউড।

সম্প্রতি অস্ট্রেলিয়াদলের হয়ে ভারত সফরে ভালো করেন এডওয়ার্ডস। প্রথম শ্রেণির ম্যাচে ৮৮ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। আর একদিনের ম্যাচে পেস বোলিংয়ে নেন ৫৬ রানে উইকেট। পরে আরেকটি ৫০ ওভারের ম্যাচে করেন ৮৯ রান।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৫টি লিস্টম্যাচ খেলা এডওয়ার্ডস সেঞ্চুরি ফিফটিতে ৮৮২ রান করেছেন। ডানহাতি মিডিয়াম পেসে উইকেট নিয়েছেন ২৪টি।

আরেক নতুন মুখ ২০ বছর বয়সী বিয়ার্ডম্যান স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন মাত্র দুটি, উইকেট নিয়েছেন ৩ টি। লিস্টক্রিকেটে ম্যাচে তার শিকার ১২ উইকেট। গত বছর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৫ রানে উইকেট নিয়ে ফাইনালের সেরা হয়েছিলেন ডানহাতি এই পেসার।

প্রথম দুটি ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। শনিবার সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডে।

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ২৯ অক্টোবর। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ৩১ অক্টোবর এবং , নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের অস্ট্রেলিয়া দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাট রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।

ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল:

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শেষ ম্যাচ), টিম ডেভিড, বেন ডোয়ার্শিস (শেষ ম্যাচ), ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড (প্রথম ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ ম্যাচ), ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন: