টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন চ্যালেঞ্জ চান লিটন

২৬ অক্টোবর ২০২৫

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন চ্যালেঞ্জ চান লিটন

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হাতে আর তিন মাসও বাকি নেই। এর আগে এই ফরম্যাটে নিজেদের ঝালিয়ে নিতে অন্তত ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বিশ্ব মঞ্চে দলের ক্রিকেটারদের কাছ থেকে নিজেদের সেরা পারফরম্যান্সটা পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নিজেদের কঠিন চ্যালেঞ্জের মুখে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

সোমবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এরপর দেশের মাটিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে লিটনরা খেলবেন আরও তিনটি।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে আর কোনো ম্যাচ নেই লিটন-মুস্তাফিজদের। আর তাই এই দুই সিরিজেই নিজেদেরকে সর্বোচ্চ চ্যালেঞ্জের মুখে দেখতে চান টাইগার দলপতি। বিশেষ করে দলের স্পিনারদেরকে প্রতিকূল কন্ডিশনে মানিয়ে নেওয়ার প্রতি জোর দিচ্ছেন তিনি।

সিরিজ শুরুর আগে রোববার সংবাদ সম্মেলনে লিটন বলেন, “স্পিনারদের ক্ষেত্রে আপনি যখন কঠিন উইকেটে তাদেরকে নিয়মিত বোলিং করাবেন সেখান থেকে আসলে ধারাবাহিকতাটা তৈরি হবে। আপনি যদি প্রতিনিয়তই জানেন যে, আমি যেই উইকেটে বল করব সেখানে সহায়তা থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না।

লিটনের এমন কথা বলার পেছনে যথেষ্ট কারণও আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডেতে নিজেদের সুবিধামতো স্পিন সহায়ক উইকেটে খেলেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই বাড়তি টার্ন পেয়েছেন স্পিনাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তো  এক ম্যাচে সবচেয়ে বেশি ওভার স্পিনারদেরকে দিয়ে করানোর বিশ্বরেকর্ডও হয়েছে।

ঘরের মাঠে এই দুই সিরিজ নিয়ে দলের লক্ষ্যের কথা জানতে চাইলে অধিনায়ক বলেন, “আমি যেটা বললাম বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশি একটা সময় নেই। সম্ভবত এখানে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) তিনটা আয়ারল্যান্ডের (বিপক্ষে) তিনটা। তো আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য, যেখানে যেন চ্যালেঞ্জ অনুভব করে সবাই জিনিসটাতে।

সত্যি কথা বলতে আমি দুটি সিরিজে চাই, আমাদের খেলোয়াড়েরা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে ছয়টা ম্যাচ থেকে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। পিছিয়ে থাকার মানে ম্যাচে না, চ্যালেঞ্জের কথা বলছি। আমি চাই যে বোলাররা যখন বল করবে, তারা যেন চাপের মধ্যে থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে যেহেতু বিশ্বকাপ আমাদের অনেকটাই সাহায্য করবে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজের প্রায় এক মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ২৭ ২৯ নভেম্বর ম্যাচ দুটি হবে চট্টগ্রামে। মিরপুরে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর।

মন্তব্য করুন: