হোপ-পাওয়েলের ঝড়ে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল উইন্ডিজ
২৭ অক্টোবর ২০২৫
শুরুটা ভালো করলেও বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে দ্রুত রান তুলতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। তবে শাই হোপ ও রভম্যান পাওয়েলের শেষের ঝড়ো লড়াকু সংগ্রহ পেয়েছে তারা। জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করতে ১৬৬ রানের লক্ষ্য পেয়েছে লিটন দাসের দল।
সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৩ ওভারে ৫১ রান যোগ করেন হোপ ও পাওয়েল।
২৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৬ রানে অপরাজিত থাকেন হোপ। সমান বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৪ রানে অপরাজিত থাকেন পাওয়েল।
টস জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানরা অর্ধশত রানের উদ্বোধনী জুটি পেলেও রানের গতি খুব একটা ছিল না। পাওয়ারপ্লেতে তুলতে পারে ৩৫ রান। নবম ওভারের দ্বিতীয় বলে অ্যালিক অ্যাথানেজকে (৩৪) বোল্ড করে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ হোসেন।
এরপর ১৩তম ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথম দুই বলে তুলে নেন আরেক ওপেনার ব্র্যান্ডন কিং (৩৩) ও শারফেইন রাদারফোর্ডকে (০)। রিশাদের করা পরের ওভারে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে দলের রানের গতি বাড়ানোর ইঙ্গিত দেন অধিনায়ক হোপ। তবে পরের তিন ওভারে ১৬ রান দেন বোলাররা।
ধুঁকতে থাকা পাওয়েল ব্যক্তিগত ৭ রানে জীবন পান। মুস্তাফিজুর রহমানের করা ওভারে গালি অঞ্চলে তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন তানজিম হাসান সাকিব। এরপরই ঝড় তোলেন হোপ ও পাওয়েল। পাওয়েল টানা তিনটি ছক্বা হাঁকালে তানজিমের করা শেষ ওভারে দলের খাতায় যোগ হয় ২২ রান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: