ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

২৭ অক্টোবর ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

লক্ষ্য তাড়ায় শুরুতেই চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। মূল ব্যাটারদের ব্যর্থতার পর তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ চেষ্টা চালালেও বেশি দূর যেতে পারেননি। ১৬ রানে হেরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২ বল আগে ১৪৯ রানে অলআউট হয় লিটন দাসের দল।

রান তাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ারপ্লেতে ৪২ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ওভারে জেইডেন সিলসকে উড়িয়ে মারতে গিয়ে রোমারিও শেফার্ডের দুর্দান্ত এক ক্যাচে ৫ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম।

পরের ওভারে দারুণ এক ফিরতি ক্যাচে লিটনকে (৫) ফেরান আকিল হোসেইন। এক ওভার পর সাইফ হাসানকেও (৮) তুলে নেন বাঁহাতি এই স্পিনার। ষষ্ঠ ওভারে জেসন হোল্ডারকে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বোল্ড হন শামীম হোসেন পাটোয়ারী (১)।

৪১ রানে ৪ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান হাল ধরার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। সোহানের (৫) কিছুক্ষণ পর বিদায় নেন হৃদয়ও (২৮)।

সপ্তম উইকেট জুটিতে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে দলকে কিছুটা আশা দেখান তানজিম ও নাসুম। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করা তানজিমের বিদায়ে ৪০ রানের এই জুটি ভাঙে। পরের ওভারে ফেরেন নাসুম (২০)। তাসকিন হিট আউট হলে ১৯ ওভার ৪ বলে শেষ হয় দলের ইনিংস।

এর আগে উদ্বোধনী জুটিতে ৫৯ রান এলেও রানের গতি খুব একটা ছিল না ক্যারিবিয়ানদের। নবম ওভারের দ্বিতীয় বলে অ্যালিক অ্যাথানেজকে (৩৪) বোল্ড করে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। 

এরপর ১৩তম ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথম দুই বলে তুলে নেন আরেক ওপেনার ব্র্যান্ডন কিং (৩৩) ও শারফেইন রাদারফোর্ডকে (০)। রিশাদের করা পরের ওভারে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে দলের রানের গতি বাড়ানোর ইঙ্গিত দেন অধিনায়ক শাই হোপ।

ধুঁকতে থাকা রভম্যান পাওয়েল ব্যক্তিগত ৭ রানে জীবন তানজিম। এরপরই বোলারদের ওপর ঝড় তোলেন হোপ ও পাওয়েল। পাওয়েল টানা তিনটি ছক্বা হাঁকালে তানজিমের করা শেষ ওভারে দলের খাতায় যোগ হয় ২২ রান। শেষ তিন ওভারে দলের খাতায় যোগ হয় ৫১ রান।

২৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৬ রানে অপরাজিত থাকেন হোপ। সমান বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৪ রানে অপরাজিত থাকেন পাওয়েল।

আগামী বুধবার একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: