শামীমের ব্যাটিং কতটা বাজে হওয়ায় হতাশ অধিনায়ক?

২৮ অক্টোবর ২০২৫

শামীমের ব্যাটিং কতটা বাজে হওয়ায় হতাশ অধিনায়ক?

সাধারণত সতীর্থদের প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায় না দলের অধিনায়কদের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টির পর শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং নিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস।

সোমবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ৩৮ রানের মধ্যে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম। কিন্তু দৃষ্টিকটু এক শট খেলতে গিয়ে পরের ওভারেই আউট হয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দেন বাঁহাতি এই ব্যাটার।

জেসন হোল্ডারের ব্যাক অব লেংথ ডেলিভারিটি ডাউন দ্য উইকেটে এসে ক্রস ব্যাটে পুল করার চেষ্টা করেন শামীম। কিন্তু বলে ব্যাটই লাগাতে পারেননি তিনি। স্টাম্পের ওপরের অংশে বল লেগে বোল্ড হয়ে ফেরেন বলে রান করে।

১৬ রানে ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীমকে কাঠগড়ায় তুলে লিটন বলেন, “আমার মনে হয় পাওয়ার প্লেতে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম হোসেনের ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ। এটা (ব্যাটিং) নিয়ে তাকে ভাবতে হবে। সবসময় এসেই শুধু ব্যাটিং উপভোগ করলে হবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় সাত নম্বরে ব্যাটিং করা শামীম সবশেষ টি-টুয়েন্টির ৭টিতে ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। এর মাঝে আফগানিস্তানের বিপক্ষে চলতি মাসের শুরুতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩৩ রান করা ছাড়া বাকি ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরতে পারেননি। সেই সিরিজের প্রথম ম্যাচে বোল্ড শেষ ম্যাচে এলবিডাব্লিউ হন রানের খাতা খোলার আগেই। আউট হওয়ার ধরনও ছিল বেশ বাজে। এছাড়া চলতি বছর খেলা ২০ ইনিংসের মধ্যে কেবল বার ব্যাট হাতে পেয়েছেন দুই অঙ্কের দেখা। ১৬.২৫ গড় ১২২.০৬ স্ট্রাইক রেটে রান করেছেন ২৬০।

মন্তব্য করুন: