ক্যারিয়ারে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত
২৯ অক্টোবর ২০২৫
ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছেন রোহিত শর্মা। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ফরম্যাটের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভারতের এই তারকা ব্যাটার।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে ওঠা রোহিতের রেটিং পয়েন্ট ৭৮১। তার পরের অবস্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। শীর্ষ থেকে দুই ধাপ নেমে ৭৪৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারত অধিনায়ক শুভমান গিল।
সিডনিতে গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে হোয়াইটওয়াশড হওয়ার হাত থেকে রক্ষা করেন রোহিত।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ভারতের এই সাবেক অধিনায়ক ওয়ানডেতে গত এক দশক ধরে সেরা দশে ছিলেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন দুই নম্বরে। এর আগে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে রোহিতের সর্বোচ্চ অবস্থান ছিল পাঁচ নম্বরে। অন্যদিকে টি-টুয়েন্টি ব্যাটারদের তালিকায় তিনি ষষ্ঠ স্থান পর্যন্ত উঠেছিলেন।
গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৩৫ রানের ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
সেই ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পথে অপরাজিত ৭৮ রান করা ড্যারিল মিচেলের এগিয়েছেন এক ধাপ। কিউই এই মিডল-অর্ডার ব্যাটার আছেন তালিকার পঞ্চম স্থানে। তার ওপরে আছেন পাকিস্তানের বাবর আজম।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম তিনটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান, দুইয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও তিনে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। পাঁচে আছেন ইংল্যান্ডের জফরা আর্চার। দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমারজাই। চতুর্থ স্থানে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছে ভারতের অক্ষর প্যাটেল।















মন্তব্য করুন: