ঘুরে দাঁড়িয়ে উইন্ডিজকে ১৪৯ রানে আটকাল বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২৫

ঘুরে দাঁড়িয়ে উইন্ডিজকে ১৪৯ রানে আটকাল বাংলাদেশ

অ্যালিক অ্যাথানেজ ও শাই হোপের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইনিংসের শেষের অর্ধে নিজেদের ফিরে পায় বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে ১৫০ রানের লক্ষ্য দিতে পেরেছে ক্যারিবিয়ানরা।

বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

১১ ওভার শেষে ১ উইকেটে ১০৫ রানে থাকা দলটি পরের ২২ বলে ১২ রান তুলতে হারায় ৫ উইকেট। এ সময় দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান নেন একটি।

তানজিম হাসান সাকিবের করা ইনিংসের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু উইকেটের পেছনে তা গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন লিটন দাস। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই কিংকে (১) তুলে নেন তাসকিন আহমেদ।

এরপরই তাণ্ডব শুরু করে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন অ্যাথানেজ ও হোপ। পাওয়ারপ্লেতে দলের খাতায় যোগ হয় মোট ৫০ রান। ৩০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন অ্যাথানেজ। দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে ৫২ রান করা বাঁহাতি এই ওপেনারকে তুলে নিয়ে ১০৫ রানের জুটি ভাঙেন নাসুম। পরের বলে শারফেইন রাদারফোর্ডকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার।

পরের ওভারে ৩৬ বলে ৩টি চার ছক্কায় ৫৫ রান করা হোপকে তুলে নিয়ে দলকে স্বস্তি এনে দেন মুস্তাফিজ। এক ওভার পর জোড়া আঘাতে রভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডারকে (৪) তুলে নিলে সফরকারীদের বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করে দেন রিশাদ।

শেষ দিকে রোস্টন চেইজ ও রোমারিও শেফার্ডের ব্যাটে দেড়শর কাছাকাছি যায় অতিথিরা। শেষ ওভারে মাত্র ৫ রান দেন মুস্তাফিজ। প্রথম বলে শেফার্ডকে (১৩) তুলে নেওয়ার পরের বলে ক্যারি পিয়ারকে বোল্ড করেন বাঁহাতি এই পেসার। শেষ বলে রানআউট হন আকিল হোসেইন।

২১ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: