অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ভারতের ফাইনালে ওঠার ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

৩১ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ভারতের ফাইনালে ওঠার ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে উড়িয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ভারতের জয়ের পাশাপাশি ম্যাচে আরও বেশ কিছু রেকর্ড হয়েছে যা আগে কখনও দেখা যায়নি।

বৃহস্পতিবার নাভি মুম্বাইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য উইকেট বল হাতে রেখে তাড়া করে জয় তুলে নেয় ভারত। মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। আগের রেকর্ড ছিল ৩৩১ রানের। চলতি টুর্নামেন্টের লিগপর্বে ভারতের বিপক্ষে এই রান তাড়া করেছিল অস্ট্রেলিয়া।

বিশ্বরেকর্ড গড়া ভারত স্বাভাবিকভাবেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে। আগে কখনোই তিনশর বেশি লক্ষ্য তাড়া করতে না পারা দলটির আগের রেকর্ডটি ছিল ২৬৫। সেটিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০২১ সালে। এছাড়া এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে দুইশর বেশি রান তাড়া করে জিতল দলটি।

এই পরাজয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা ১৫ ম্যাচের জয়রথ থামল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৭ সালের আসরে সেমি-ফাইনালে ভারতের কাছেই সবশেষ হেরেছিল তারা। এটি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড় জয়ের ধারা। এর আগে ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত ১৫ ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।

এদিন মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ৬৭৯ রানের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া (৩৩৮) ভারত (৩৪১) আগের ৬৭৮ রানের রেকর্ড ছিল ২০১৭ সালের আসরে ব্রিস্টলে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচে।

১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন জেমিমা রদ্রিগেস। অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়ায় এটি ভারতের মেয়েদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ড ছিল স্মৃতি মান্ধানার ১২৫ রান, গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লিতে।

রদ্রিগেস হরমনপ্রীত কৌর তৃতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। এটি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ এবং সব ধরনের মেয়েদের ওয়ানডেতে এই উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি।

অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে তুলতে ৭৭ বলে সেঞ্চুরি হাঁকান ফিবি লিচফিল্ড। এটি মেয়েদের ওয়ানডে আসরের নকআউট ম্যাচে দ্রুততম শতকের রেকর্ড। আগের রেকর্ড ছিল ৯০ বলের, ২০১৭ বিশ্বকাপে সেমি-ফাইনালে হরমনপ্রীত এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্ট এই রেকর্ড ভাগাভাগি করছিলেন।

২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হবে প্রথম কোনো শিরোপা লড়াই যেখানে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের কেউই থাকবে না। এতদিন প্রতিটি বিশ্বকাপের ফাইনালে এই দুই দলের অন্তত একটি দল ছিল।

আগামী রোববার দক্ষিণ আফ্রিকা ভারতের মধ্যে ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।

মন্তব্য করুন: