হোয়াইটওয়াশড হওয়া এড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
৩১ অক্টোবর ২০২৫
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া এড়ানোর ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্পিন শক্তি বাড়াতে জায়গা পেয়েছেন শেখ মাহেদি হাসান।
শুক্রবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। মাহেদি ছাড়া একাদশে এসেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও শামীম হোসেন পাটোয়ারী। সিরিজের প্রথম দুই ম্যাচেই খেলেছিলেন তারা। তবে তাদের মধ্যে কেবল আলো ছড়াতে পারেন মুস্তাফিজ ও তানজিম। মুস্তাফিজ বল হাতে ৩ উইকেট নেন। তানজিম উইকেট না পেলেও প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন।
অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন হৃদয় ও শামীম। দুই ম্যাচে ৯৮ দশমিক ৮৬ স্ট্রাইক রেটে ৪০ রান করেন হৃদয়। আর স্রেফ ২ রান করেন শামীম।
তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: