রোহিতকে সরিয়ে টি-টুয়েন্টির শীর্ষে বাবর
১ নভেম্বর ২০২৫
চূড়ায় উঠতে পারতেন আরও আগেই। তবে ১০ মাস টি-টুয়েন্টি দলের বাইরে থাকায় অপেক্ষাটা কেবল বেড়েছিল বাবর আজমের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কোনো তাড়াহুড়ো না করে গড়লেন রেকর্ড। রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক এখন পাকিস্তানের এই ব্যাটিং তারকা।
শুক্রবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ের পথে রোহিতকে ছাড়িয়ে যান বাবর।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে রোহিত অবসর নেওয়ায় এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হওয়াটা বাবরের জন্য একপ্রকার নিশ্চিতই ছিল। শীর্ষে উঠতে ডানহাতি এই ব্যাটারের দরকার ছিল কেবল ৯ রান।
কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে চলমান সিরিজের আগে গত বছর ডিসেম্বর পাকিস্তানের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলায় সেই অপেক্ষা বেড়েছিল বাবরের। গত মঙ্গলবার জাতীয় দলের জার্সিতে ১০ মাস পর এই ফরম্যাটে প্রথম ম্যাচ খেলতে নেমে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় রেকর্ডটি নিজের করে নিতে পারেননি তিনি। তবে এদিন আর সেই ভুল করেননি সাবেক পাকিস্তান অধিনায়ক।
১১১ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৫৪ রান তোলে পাকিস্তান। সপ্তম ওভারে ক্রিজে গিয়েই দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন বাবর। এরপর খেলেন সিঙ্গেল নিয়ে।
ইনিংসের দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইকে লং অফে ঠেলে দিয়ে একটি রান নিয়ে রোহিতকে ছাড়িয়ে যান বাবর। ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি।
২০১৬ সালে এই সংস্করণে অভিষেকের পর থেকে ১৩০ ম্যাচের ১২৩ ইনিংসে বাবরের মোট রান ৪ হাজার ২৩৪। গড় ৩৯ দশমিক ৫৭ ও স্ট্রাইক রেট প্রায় ১২৯। হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি।
তালিকায় পরের অবস্থানে থাকা রোহিতের রান ৪ হাজার ২৩১ করেছেন ১৫১ ইনিংসে, গড় ৩২ দশমিক ০৫। তিন নম্বরে থাকা বিরাট কোহলির ১১৭ ইনিংসে ৪৮ দশমিক ৬৯ গড়ে ৪ হাজার ১৮৮ রান করে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন।















মন্তব্য করুন: