বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে দ্রুততম ১ হাজার রান তানজিদের

১ নভেম্বর ২০২৫

বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে দ্রুততম ১ হাজার রান তানজিদের

জাতীয় দলের জার্সিতে চলতি বছর টি-টুয়েন্টিতে দুর্দান্ত ছন্দে আছেন তানজিদ হাসান তামিম। ইতোমধ্যেই বেশ কিছু কীর্তি গড়া বাঁহাতি এই ব্যাটার এবার গড়েছেন আরেকটি রেকর্ড। তাওহিদ হৃদয়কে পেছনে ফেলে দেশের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

শুক্রবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি সবচেয়ে কম ইনিংসে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তানজিদ। ১ হাজার রান করতে তিনি খেলেছেন ৪২ ইনিংস। এতদিন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই তালিকায় সবার ওপরে থাকা হৃদয় এই মাইলফলক স্পর্শ করেছিলেন ৪৫ ইনিংসে।

রেকর্ড গড়ার ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংসও খেলেছেন তানজিদ। এই ওপেনারের ইনিংস থামে ৬২ বলে ৮৯ রান। তার আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৭৩ রানের।

ক্যারিয়ার সেরা ইনিংসটি তানজিদ সাজান ৯ চার ও ৪ ছক্কায়। এখানেও আরেকটি রেকর্ড নিজের করে নেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। এই বছরে তিনি মোট চার মেরেছেন ৫৮টি, যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ। ২০২২ সালে ৫৭ চার মেরেছিলেন লিটন দাস।

অন্যদিকে এক বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড আগেই নিজের করে নেওয়া তানজিদের এ বছর ছক্কার সংখ্যা এখন ৩৮টি। এক বছরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর আগের রেকর্ড ২১টি।

৩৬ বলে ফিফটি হাঁকিয়ে চলতি বছর নিজের সপ্তম অর্ধশতক হাঁকান তানজিদ। টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি ফিফটিও নেই আর কোনো ব্যাটারের।

টি-টুয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে রানের রেকর্ড গত ম্যাচেই নিজের করে নিয়েছিলেন তানজিদ। এবার সেটিকে আরও বাড়িয়ে নেন তিনি। এই ম্যাচের পর এ বছর তার রান ২৪ ইনিংসে ৭১১। আগের রেকর্ড ছিল নাঈম শেখের। ২০২১ সালে ২৬ ইনিংসে বাঁহাতি এই ব্যাটার ৫৭৫ রান করেছিলেন।

মন্তব্য করুন: