মাদকাসক্তির কথা স্বীকার, জিম্বাবুয়ে দলে জায়গা পাবেন না উইলিয়ামস

৪ নভেম্বর ২০২৫

মাদকাসক্তির কথা স্বীকার, জিম্বাবুয়ে দলে জায়গা পাবেন না উইলিয়ামস

মাদকাসক্তির সঙ্গে লড়াই করার কথা জানিয়েছেন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে জাতীয় দলে আর বিবেচনা করা হবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (জেডসি)। ফলে ২০২৫ সালের পর তার সঙ্গে নতুন করে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা হবে না।

মঙ্গলবার এক বিবৃতিতে জেডসি জানায়, উইলিয়ামস তাদের কাছে নিজের মাদকাসক্তি ও এর সঙ্গে লড়াইয়ের কথা স্বীকার করেছেন এবং স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। এছাড়াও ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের শৃঙ্খলাজনিত সমস্যা ও বারবার অনুপস্থিতির ইতিহাসের বিষয়টি উল্লেখ করা হয়।

জিম্বাবুয়ের হয়ে দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২৭৩টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। এবারের আফ্রিকা অঞ্চলের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নাম প্রত্যাহার করেছিলেন তিনি।

২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশি রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ওয়ানডেতে ৩৭ দশমিক ৫৩ গড় করেছেন ৫ হাজার ২১৭ রান, আটটি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৩৭টি ফিফটি। এ বছরই ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি সময় সক্রিয় থাকা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছিলেন তিনি।

স্পিন মোকাবেলায় জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটার হওয়া সত্ত্বেও ২০১৪ সালের শেষদিকে প্রশিক্ষণ ক্যাম্পে অনুপস্থিতি ও শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ সফরের দলে সুযোগ পাননি উইলিয়ামস।

মন্তব্য করুন: