বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন
৫ নভেম্বর ২০২৫
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, বিসিবির প্রধান নির্বাহীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। এরই সঙ্গে শেষ হতে যাচ্ছে জাতীয় দলের সঙ্গে তার এক বছরের পথচলা।
ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমূল আবেদীন ফাহিম বলেন, “সে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছে। এ বিষয়ে আরও কিছু বলার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো।”
গত বছর নভেম্বরে সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর। টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ নভেম্বর। শেষ ম্যাচ ২ ডিসেম্বর, মিরপুরে।















মন্তব্য করুন: