অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ফেরার লক্ষ্য কামিন্স

৬ নভেম্বর ২০২৫

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ফেরার লক্ষ্য কামিন্স

ছোট রান-আপে বোলিং অনুশীলনে ফিরেছেন প্যাট কামিন্স। এখন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়কের লক্ষ্য, আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দলে ফেরা।

পিঠের নিচের অংশের চোটের কারণে গত জুলাই থেকে মাঠের বাইরে থাকা কামিন্স ইতিমধ্যেই পার্থে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। ম্যাচের তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। পেস আক্রমণে কামিন্সের পরিবর্তে সুযোগ পেতে পারেন স্কট বোল্যান্ড।

বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিকদের কামিন্স জানান, ব্রিসবেনের গোলাপি বলের দিবা-রাত্রির ম্যাচ দিয়ে মাঠে ফেরার লক্ষ্যে তিনি কাজ করছেন।

ওটাই লক্ষ্য, আর আমরা দ্বিতীয় টেস্টকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছি। আসলে আপনি ঠিক কোথায় আছেন সেটা বোঝা যায় ম্যাচের কাছাকাছি গেলে। ভালো খবর হলো, শরীর ভালো সাড়া দিচ্ছে, সব ঠিক আছে। দ্বিতীয় টেস্টটিকে আমরা এখনও সম্ভাবনার মধ্যে রাখার চেষ্টা করছি। পার্থে ভালোভাবে বোলিং করব, তখন বুঝতে পারব ঠিক কতটা প্রস্তুত।

২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলার পর থেকে প্রতিটি অ্যাশেজে নিয়মিত ছিলেন কামিন্স।

এখনই কোনো নিশ্চয়তা দিতে চাই না। যতটা সম্ভব খেলতে আগ্রহী আমি। তবে বাস্তবিকভাবে যদি কোনো ম্যাচে ৪০-৫০ ওভার বল করি আর কয়েক দিনের মধ্যে পরের ম্যাচ শুরু হয়, সেটা হয়তো খুব কঠিন হবে। এখন পুরোপুরি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিচ্ছি, একবার ঠিকঠাক ফিরলে যতটা সম্ভব খেলব।

অ্যাশেজের সূচি অনুযায়ী, অ্যাডিলেইডে তৃতীয় টেস্ট শেষে চার দিনের বিরতি থাকবে মেলবোর্নের চতুর্থ টেস্ট শুরুর আগে। এরপর আরও চার দিনের বিরতি দিয়ে সিডনিতে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।

মন্তব্য করুন: