অ্যাশেজের জন্য বোলারদের সহায়ক পিচ চান স্টার্ক
১১ নভেম্বর ২০২৫
আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য কিউরেটরদের কাছে বোলারদের জন্য সহায়ক পিচ বানানোর আহ্বান জানিয়েছেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের আক্রমণাত্মক ‘বাজবল’ কৌশলের বিপক্ষে রাজস্বের কথা চিন্তা করে ব্যাটিং সহায়ক পিচ না বানাতে সতর্কবার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার।
ঘরের মাঠে গত মৌসুমে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। সেখানে ব্যাটার ও বোলার – দুই পক্ষের জন্য পিচে সমান সুবিধা ছিল। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজেও সেই ভারসাম্য দেখতে চান স্টার্ক।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “আমি আশা করব, গ্রাউন্ডসম্যানরা তাদের নীতিতে অটল থাকবেন এবং নিজেদের মতো করে উইকেট তৈরি করবেন। যদি আমরা পাঁচ দিনের রাজস্ব নিয়েই বেশি চিন্তা করি, তাহলে আরও বড় সমস্যা আছে।”
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নিষ্প্রাণ উইকেটে শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ উইকেট নেন স্টার্ক। তার মতে, এই ধরনের পিচ ইংল্যান্ড ব্যাটারদের জন্য আদর্শ হতো।
“হ্যাঁ, কোনো সন্দেহ নেই। এমন নিষ্প্রাণ উইকেটে ওরা (ইংল্যান্ড) ঠিকই সুবিধা পেয়ে যেত। আমরা জানি, ওরা কীভাবে খেলতে চায়। তবে ওটা নিয়ে চিন্তা করব আগামী সপ্তাহে।”
টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে সম্প্রতি আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় জানিয়েছেন স্টার্ক। গত জুলাইয়ের পর চলমান শিল্ড ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে মাঠে নেমেছেন তিনি। দীর্ঘ বিরতির পর এই ফরম্যাটে নিজের ছন্দ ফিরে পাওয়ায় সন্তুষ্ট তিনি।
“বিরতিটা হয়তো আমার জন্য ভালো ছিল। কিন্তু আমি এমন একজন যে নিয়মিত বল করলেই ছন্দে থাকি। কোচ রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে একটু আগে কথা বললাম। মনে হচ্ছে, আমি ছন্দে ফিরে এসেছি, এখন শুধু ইঞ্জিনটা গরম রাখতে হবে।”















মন্তব্য করুন: