উডকে নিয়ে স্বস্তির খবর পেল ইংল্যান্ড
১৫ নভেম্বর ২০২৫
প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া মার্ক উডকে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে স্ক্যান রিপোর্টে ডানহাতি এই ফাস্ট বোলারের কোনো চোট ধরা না পড়ায় বড় স্বস্তি এনে দিয়েছে ইংল্যান্ডকে। ফলে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে আর শঙ্কা নেই।
শুক্রবার পার্থের লাইলাক হিলে নিজেদের মধ্যে চলমান প্রস্তুতি ম্যাচে চার ওভারের দুটি স্পেল করার পর বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন উড। পরে তাকে স্ক্যান করতে পাঠানো হয়। চোট ধরা পড়লে তা বড় ধাক্কা হতে পারত ইংল্যান্ডের জন্য।
তবে শনিবার এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, উডের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েনি।
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে হাঁটুর চোট পাওয়ার পর প্রতিযোগিতামূলক কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি উডকে। এবারের ইংলিশ গ্রীষ্মে কোনো ম্যাচ তিনি খেলতে পারেননি। ভারতের বিপক্ষে একটি টেস্টে খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে খেলানো হয়নি, যার মূল কারণ মূলত অ্যাশেজ।
অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে শুরু হতে যাওয়া এবারের অ্যাশেজের জন্য ক্যারিয়ারজুড়ে নানা সময়ে চোটের শিকার হওয়া এই ফাস্ট বোলারকে অতি সতর্কতায় সামলাচ্ছে ইংল্যান্ড।
অন্যদিকে ইংল্যান্ডের স্বস্তির দিনে আরেকটি ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পার্থ টেস্ট থেকে এবার ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। পিঠের চোটের কারণে আগেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এই ম্যাচ থেকে বাদ পড়ায় পেস আক্রমণে ধার অনেকটাই কমে গেছে স্বাগতিকদের।















মন্তব্য করুন: