দ. আফ্রিকার স্পিনে কুপোকাত ভারত হারল আড়াই দিনে

১৬ নভেম্বর ২০২৫

দ. আফ্রিকার স্পিনে কুপোকাত ভারত হারল আড়াই দিনে

রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে অল্প রানেরই লক্ষ্য পেয়েছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার স্পিন জাদুতে সেটিই করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা।

রোববার কলকাতায় সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে গুটিয়ে গেছে ভারত। এর আগে টেম্বা বাভুমার অপরাজিত ফিফটিতে ১৫৩ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অফ স্পিনার সাইমন হারমার।

আগের দিন জাদেজা ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ৭ উইকেটে ৯৩ রান করা দক্ষিণ আফ্রিকাকে এদিন লড়াই করার মতো লিড এনে দেন বাভুমা। টেইলএন্ডারদের নিয়ে জুটি বেধে ম্যাচের একমাত্র ফিফটি হাঁকান প্রোটিয়া অধিনায়ক। কর্বিন বোশকে (২৫) যশপ্রীত বুমরাহ বোল্ড করার পর দ্রুত সফরকারীদের শেষ দুই উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ।

১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বাভুমা। বাঁহাতি স্পিনে ৪ উইকেট নেন জাদেজা।

দিনের শুরুতেই অধিনায়ক শুভমান গিলের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার খবর পায় ভারত। অধিনায়ককে ছাড়া লক্ষ্য তাড়ার শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। ব্যাটিং ধসের শুরুটা করেন মার্কো ইয়েনসেন। প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনার যশস্বী জয়সোয়াল (০) ও লোকেশ রাহুলকে (১) তুলে নেন বাঁহাতি এই পেসার।

তৃতীয় উইকেটে ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। জুরেলকে (১৩) ফিরিয়ে ৩২ রানের জুটি ভাঙেন হারমার। রিশাভ পান্তকেও (২) তুলে নেন এই অফ স্পিনার।

জাদেজা (১৮) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন হারমার। খানিকবাদে ওয়াশিংটনকে (৩১) ফিরিয়ে স্বাগতিকদের জয়ের আশা ফিকে করে দেন এইডেন মারক্রাম। কুলদীপ যাদবকে এলবিডাব্লিউ করেন হারমার।

অক্ষর প্যাটেল (২৬) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের আশা বাঁচিয়ে রাখলেও কেশব মহারাজের বলে বাভুমার দুর্দান্ত ক্যাচে তা আর হয়নি। পরের বলেই স্বাগতিকদের গুটিয়ে দেন মহারাজ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বুমরাহর পেস তোপে প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৮৯ রানে ভারতের ইনিংস থামলে লিড পায় ৩০ রানের।

আগামী শনিবার গুয়াহাটিতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: