উডকে নিয়েই অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

১৯ নভেম্বর ২০২৫

উডকে নিয়েই অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

চোট কাটিয়ে এক বছরের বেশি সময় পর টেস্ট খেলার অপেক্ষায় আছেন মার্ক উড। ডানহাতি এই ফাস্ট বোলারসহ চার বিশেষজ্ঞ পেসার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

বুধবারের ঘোষণা করা দলে উড ছাড়াও জায়গা পেয়েছেন জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ধারণা করা হচ্ছে, পার্থের গতিমত উইকেটে পুরো পেস আক্রমণ নিয়েই মাঠে নামবে ইংলিশরা। সে ক্ষেত্রে একাদশ থেকে জায়গা হারাবেন অফ স্পিনার শোয়েব বশির। এটি হলে ২৭ বছর পর কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া লাল বলের ম্যাচ খেলতে নামবে সফরকারীরা।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৮ সালের মেলবোর্ন টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি ইংলিশরা।

গত শুক্রবার নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে চার ওভারের দুটি স্পেল করার পর বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, উডের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েনি। শঙ্কা কাটিয়ে এবার জায়গা পেলেন আগামী শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া এবারের অ্যাশেজের প্রথম টেস্টের দলেও।

চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন উড। এবারের ইংলিশ গ্রীষ্মে কোনো ম্যাচেও খেলেননি তিনি। ভারতের বিপক্ষে একটি টেস্টে তাকে খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। যার মূল কারণ ছিল অ্যাশেজে তাকে পুরো ফিট পাওয়া।

গত বছর আগস্টে ম্যানচেস্টারে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন উড।

পার্থ টেস্টে ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেইমি স্মিথ, মার্ক উড।

মন্তব্য করুন: