শ্রীলঙ্কার কাছে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘এ’

২০ নভেম্বর ২০২৫

শ্রীলঙ্কার কাছে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘এ’

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ ‘এ দল। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ দলকে হারানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। মিডল-অর্ডারদের ব্যর্থতায় হেরে গেছে ৬ রানে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ‘এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই টি-টুয়েন্টি টুর্নামেন্টটির শেষ চারে পা রেখেছে আকবর আলীর দল।

বুধবার কাতারের দোহায় শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৬ উইকেটে ১৫৩ রান তুলতে পারে।

তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট ২.৩২৩। সমান ৪ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার রানরেট ০.৯৭০ এবং আফগানিস্তান ‘এ দলের রানরেট -০.৩২১। রানরেটে এগিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে গেছে লঙ্কানরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার পাওয়ারপ্লেতেই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে এরপর সাহান আরাচ্চিগের ৬৯ এবং শেষদিকে অধিনায়ক দুনিত ভেল্লালাগের ২৩ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ভালো সংগ্রহ পায় লঙ্কানরা।

দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আবু হায়দার রনি।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয় বাংলাদেশের। পাওয়ারপ্লে শেষে দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৮ রান। ষষ্ঠ ওভারে জিশান আলমের (১৭) বিদায়ের পর কমে আসে রানের গতিও। জাওয়াদ আবরার (২৬) ও অধিনায়ক আকবর (২৫) শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে ব্যর্থ হন।

শেষ চার ওভারে জয়ের জন্য দলের দরকার ছিল ৪০ রান। কিন্তু পুরোটা সময় ক্রিজে থাকলেও তা করতে পারেননি ইয়াসির আলী (২০) ও এসএম মেহেরব (১৬*)।

শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ‘বি গ্রুপ রানার্স-আপ ভারত ‘এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন: