অ্যাশেজের আম্পায়ারিংয়ে বাংলাদেশের সৈকত

২১ নভেম্বর ২০২৫

অ্যাশেজের আম্পায়ারিংয়ে বাংলাদেশের সৈকত

প্রথমবারের মতো অ্যাশেজ সিরিজে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরোনো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই দ্বৈরথের প্রথম দুই ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার পার্থে শুরু হওয়া এবারের অ্যাশেজের প্রথম টেস্টে থার্ড আম্পায়ারের দায়িত্বে আছেন সৈকত। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি। সেই ম্যাচটি হবে দিবারাত্রির।

বাংলাদেশের ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান সৈকত। ইতোমধ্যে তিনি ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। ছিলেন চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচেও ছিলেন ৪৯ বছর বয়সী সৈকত। এছাড়া চলতি বছর ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজেও আম্পায়ারিং করেছেন তিনি। এবার তার পালকে যুক্ত হলো অ্যাশেজে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতাও।

মন্তব্য করুন: