পেসারদের নৈপুণ্যে উইন্ডিজকে হোয়াইটওয়াশড করল নিউ জিল্যান্ড
২২ নভেম্বর ২০২৫
পেসারদের দাপটে সিরিজের শেষ ওয়ানডেতে তেমন কোনো সুবিধাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ছোট লক্ষ্য দিয়ে দুর্দান্ত কিছু দেখাতে পারলেন না বোলাররাও। মার্ক চ্যাপম্যানের ফিফটিতে ৪ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশড করেছে নিউ জিল্যান্ড।
শনিবার হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ ওভার ২ বলে ১৬১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে সাড়ে ১৯ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা।
ক্যারিবিয়ানদের ধসিয়ে দেওয়ার মূল নায়ক ম্যাট হেনরি। ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ৯২ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ারে ১৩ বার ৪ উইকেটের স্বাদ পেলেন তিনি। এছাড়া ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন আরও তিন বার।
ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরুই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে দলের খাতায় যোগ হয় ৩০ রান। তবে পঞ্চম ওভারে জোড়া আঘাতে সেই ঝড় থামান হেনরি। চতুর্থ বলে আকিম অগিস্তের (১৭) পর শেষ বলে কেইসি কার্টিকে (০) ফেরান তিনি।
এরপর রোস্টন চেইস ছাড়া ক্রিজে থিঁতু হতে পারেননি আর কেউই। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। ৩২ রানের ভেতর তিন টপ-অর্ডারকে হারায় তারা। টম ল্যাথামকে (১০) নিয়ে চ্যাপম্যান চাপ সামাল দেওয়ার চেষ্টা করলে চতুর্থ উইকেট জুটি থেকে আসে ৩৮ রান।
এরপর চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে জয়ের পথে এগুতে থাকে স্বাগতিকরা। ৬৪ রান করা চ্যাপম্যানের বিদায়ে ভাঙে ৭৫ রানের জুটি। দলকে জিতিয়ে মাঠ ছাড়া ব্রেসওয়েল অপরাজিত থাকেন ৪০ রানে।















মন্তব্য করুন: